ফাইনাল নিয়ে হিসেব শুরু, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ATK মোহনবাগান কোচ
হিরো আইএসএল সেমিফাইনালের ঘরের মাঠে দ্বিতীয় লেগে টাইব্রেকারে হায়দরাবাদ এফসি-কে হারালেও চিন্তায় রয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ৭৫ মিনিটের পরেই ছেলেরা ক্লান্ত হয়ে গিয়েছিল বলে মনে করেন তিনি। তবে এমন অবস্থাতেও অতিরিক্ত সময়ে প্রতিপক্ষকে আটকে রেখে টাই ব্রেকারে ম্যাচ নিয়ে গিয়ে জিততে পেরে বেশ খুশি তিনি। এই জয়ের পরে সোমবার রাতে সাংবাদিকদের ফেরান্দো বলেন, ‘সব কিছু ঠিক হয়েছে বলে আমি খুশি। ৭৫ মিনিট খেলা হয়ে যাওয়ার পর খেলোয়াড়দের ক্লান্ত হয়ে পড়াই স্বাভাবিক। ৯০ মিনিটের জায়গায় যদি ম্যাচ ১২০ মিনিটে যায়, সে জন্য খেলোয়াড়দের চোট বাঁচিয়ে চলতেই হয়। তাদের সে ভাবে তৈরি থাকতে হয়। একটা চোটেই ফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতি সামলানো ও সঠিক সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। কিন্তু আমাদের মানসিকতা একইরকম ছিল। জিততেই হবে। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে আমাদের আলাদা পরিকল্পনা ছিল। কিন্তু কাজটা মোটেই সহজ ছিল না। বেশ কঠিনই ছিল।’
আরও পড়ুন… কোচ হওয়ার পর থেকে তোমার টেস্ট সেঞ্চুরি দেখার প্রতীক্ষায় ছিলাম-বিরাটকে হালকা খোঁচা দ্রাবিড়ের
টাইব্রেকারের আগে দলের ফুটবলারদের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করতে দেখা যায় কোচকে। তাঁদের কী বলছিলেন ওই সময়ে? জানতে চাইলে স্প্যানিশ কোচ বলেন, ‘টাইব্রেকারের আগে খেলোয়াড়দের কিছু খুঁটিনাটি ব্যাপার মনে করিয়ে দিই। সেটপিসের ব্যাকরণ মাথায় রেখে টাই ব্রেকারে যেতে হয়। সেগুলোই মনে করিয়ে দিই সবাইকে। এ রকম পরিস্থিতিতে অনেকে আবেগে ভেসে যায়। কিন্তু এই সময়ে আবেগকে প্রশ্রয় দিলে চলে না। তা নিয়ন্ত্রণ করা দরকার। ছেলেদের কিছু খুঁটিনাটি ব্যাপারে পরিবর্তন আনতে বলি। নিজেদের ওপর আস্থা রাখতে বলি সকলকে। আবেগ নিয়ন্ত্রণে রাখাটা ওই সময়ে খুবই জরুরি ছিল। দুই দলের খেলোয়াড়রাই তখন বেশ ক্লান্ত। এই সময়ে একটা ভুলই প্রতিপক্ষের হাতে অস্ত্র তুলে দিতে পারে। পেনাল্টিতে রেজাল্ট হওয়াটা অনেকটা টসের মতো। ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। তাই এই ব্যাপারটা আমার পছন্দ নয়। কিন্তু এটা তো ফুটবলেরই অঙ্গ।’
আরও পড়ুন… ভারত কেন নিরাপত্তা নিয়ে চিন্তিত, অন্যদের তো সমস্যা নেই: এশিয়া কাপ প্রসঙ্গে PCB চেয়ারম্যান নাজাম শেঠি
আগামী শনিবার গোয়ার ফতোরদায় খেতাবী লড়াইয়ে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ফাইনালের প্রতিপক্ষদের যথেষ্ট সমীহ করছেন কলকাতার দলের স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘বেঙ্গালুরুকে একবার আমরা হারিয়েছি, ওরাও আমাদের হারিয়েছে। তাই ফাইনালে আকর্ষণীয় ম্যাচ হবে। ওদের দল খুব ভালো। ভালো ভালো খেলোয়াড় আছে। আশা করি, দল হিসেবে আমরা আরও ভালো খেলব আর তা যদি করতে পারি আমাদের সম্ভবানা আছে। আমাদের প্রস্তুতি নেওয়ার সময় আছে হাতে। দু-তিন রকমের পরিকল্পনা করতে হবে। আমার দলের ওপর যথেষ্ট আস্থা আছে আমার।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here