রাজামৌলির লস অ্যাঞ্জেলেসের ঢাউস বাড়িতে চলল RRR টিমের অস্কার সেলিব্রেশন
সোমবার, ভারতীয় সময় অনুযায়ী ১৩ মার্চ ৯৫ তম আকাদেমি পুরস্কার জিতল আরআরআর। এসএস রাজামৌলির ছবিটি বিশ্বজয় করে দেখাল এদিন। গোটা দেশ সাক্ষী থাকল এক অনন্য ইতিহাসের। আর এমন জয়ের পর সেলিব্রেশন হবে না তাই কখনও হয়? সেই কারণেই তো গোটা আরআরআর টিম পরিচালক এসএস রাজামৌলির লস অ্যাঞ্জেলেসের বাড়িতে উৎসবে মেতে উঠলেন।
ইতিমধ্যেই তাঁদের সেই পার্টির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পরিচালকের অতিথি আপ্যায়নের দায়িত্ব সামলান এদিন। এই ছবির সমস্ত কলাকুশলীরা যে আনন্দ, উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তাঁর বাড়িতে এদিন সেটা ছবি দেখেই বেশ বোঝা যাচ্ছে। আর হবে নাই বা কেন, এতদিন টানা লড়াইয়ের পর জয় এলে পার্টি তো বানতা হ্যায়!
আরআরআরের অন্যতম কারিগর রাম চরণের স্ত্রী উপাসনা সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই পার্টির একাধিক ছবি পোস্ট করেন। অস্কার অনুষ্ঠানের পরর্বতী এই পার্টির একাধিক ছবি তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন। বলাই বাহুল্য, সেই ছবি ভিডিয়োতে আরআরআর ভক্তরা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন।
উপাসনার শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে এমএম কিরাবানি পিয়ানো বাজাচ্ছেন বসে, আর সবাই সেটা মন দিয়ে শুনছেন, তার ছন্দে দুলছেন। অন্য আরেকটি ছবিতে রাম চরণকে অস্কার সহ এই ছবি আর যে যে পুরস্কার জিতেছে তার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে।
এছাড়া একটি ছবিতে উপাসনা, রাম চরণ, রাজামৌলি এবং তাঁর স্ত্রীকে দেখা গিয়েছে। তাঁদের সকলেরই পরনে ছিল ভারতীয় পোশাক।
এই ছবির এই দুর্দান্ত সফর শুরু হয় ২০২২ সালের ২৪ মার্চ। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর গোল্ডেন গ্লোব জেতে এই ছবি। তারপর সমস্ত সফরের মধুরেন সমাপন হল অস্কার জয়ের মাধ্যমে।
For all the latest entertainment News Click Here