৬০ বছর বয়সে চতুর্থবার ছাদনাতলায় গেলেন নরেশ, বিয়ে করলেন অভিনেত্রী পবিত্রাকে
বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর পবিত্রা লোকেশকে বিয়ে করলেন তেলুগু অভিনেতা নরেশ। চলতি বছরের জানুয়ারি মাসেই তাঁরা জানান যে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার, এই জুটি নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন। এরপর টুইটারে নিজের বিয়ের ভিডিয়ো পোস্ট করেন নরেশ। এবং সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনাদের আশীর্বাদ চাইছি আজীবন সুখে শান্তিতে থাকার জন্য।’
নরেশ যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে হিন্দু রীতি-নীতি অনুযায়ী তাঁদের বিয়ের নানা আচার অনুষ্ঠান পালন করতে দেখা হচ্ছে। নতুন বর একটি সাদা রঙের পোশাক পরেছিলেন। অন্যদিকে নতুন বউ পরেছিলেন একটি লাল রঙের শাড়ি এবং ভারী সোনার গয়না। অনেকেই তাঁদের বিয়েতে শুভ কামনা জানিয়েছেন। অভিনেতার ভক্তরা ‘সুখী হোক বিবাহিত জীবন’ কমেন্ট করেছেন তাঁর এই পোস্টে।
তবে এক ব্যক্তি তাঁর এই বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাঁর আগের বউয়ের থেকে এখনও ডিভোর্স পাননি, তার আগেই এই বিয়ে করে কি তিনি ঠিক করলেন? সেই ব্যক্তি লেখেন, ‘এটা কি প্রকৃত বিয়ে? একজন সচেতন নাগরিক হিসেবে আপনি সমাজকে কোন বার্তা দিচ্ছেন? আপনার সঙ্গে তো এখনও আইনি ভাবে রম্য রঘুপতির বিচ্ছেদ হয়নি। ডিভোর্স কেস তো চলছে। আমি জানি রম্য একা তাঁর সন্তানকে মানুষ করতে পারবেন। কিন্তু তবুও আপনার উচিত ছিল অন্তত ডিভোর্স পর্যন্ত অপেক্ষা করা।’ অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন যে আদৌ তাঁরা বিয়ে করলেন, নাকি এটা স্রেফ কোনও ছবির প্রমোশন?
বেশিদিন আগের নয়, নরেশ এবং পবিত্রার সম্পর্ক তখন প্রকাশ্যে আসে যখন অভিনেতার স্ত্রী তাঁকে একটি হোটেলের ঘরের বাইরে জুতো দিয়ে মেরেছিলেন। তিনি অভিযোগ করেছেন ওখানেই নাকি অভিনেতা পবিত্রার সঙ্গে থাকতেন আর রম্যকে ঠকাচ্ছিলেন।
এটা নরেশের চতুর্থ বিয়ে। পবিত্রারও দ্বিতীয় বিয়ে এটি।
For all the latest entertainment News Click Here