পুষ্পার ও আন্তাভা-তে তুমুল নাচ অক্ষয়-নোরার, পারলেন অল্লু-সামান্থাকে টেক্কা দিতে?
২০২২-২৩ জুড়ে একাধিক ফ্লপ দিয়েছেন অক্ষয় কুমার। তাঁর শেষ ছবি সেলফি তো বক্স অফিসে বাজে ভাবে ফ্লপ করেছে। প্রথম সপ্তাহে আয় ছিল ১১ কোটির মতো। সেলফি-র খারাপ পারফরমেন্য় নিয়ে কম কটাক্ষের মুখে পড়ছেন না তিনি। যদিও বলিউডের খিলাড়ি বর্তমানে ব্যস্ত ‘দ্য এন্টারটেনমেন্ট’ ট্যুরে মার্কিন মুলুকে। সেখানে ডালাসে তাঁর পুষ্পা-র ‘ও আন্তাভা’ গানে।
পরে আছেন প্রিন্টেড শার্ট, আর কালো ট্রাউজার। অন্য দিকে নোরা পরেছেন কমলা রঙের ক্রপ টপ আর স্কার্ট। দুজনের গলাতেই গাঁদা ফুলের মালা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই তারকার এই নাচ। চলুন দেখে নেওয়া যাক তারই এক ঝলক-
অল্লু অর্জুন এবং সামান্থা রুথ প্রভুর এই গান ২০২১ সালে ঝড় তুলেছিল সব জায়গায়। শুধু পুষ্পা হিট করেনি, এই ছবির ডায়লগ থেকে শুরু করে গান, সবই মানুষের মধ্যে সাড়া ফেলেছিল। তাই অনেকেই অক্ষয় আর নোরার নাচ থেকে খুব একটা খুশি নন। বিশেষ করে অল্লু অর্জুনকে ‘নকল’ করায় কটাক্ষের মুখে খিলাড়ি কুমার।
‘এই লোকটার শুধু টাকা চাই। মনে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও লোকটা নেচেই যাবে’, লিখেছেন আরেকজন। দ্বিতীয় জনের মন্তব্য, ‘সস্তার অল্লু অর্জুন। পয়সা পেলে এই লোকটা মনে হয় শ্রাদ্ধ বাড়িতেও নাচবে।’ তৃতীয় জন লিখলেন, ‘অক্ষয়ের মুখোভঙ্গি চূড়েন্ত অশ্লীল!’
তবে সেদিক থেকে নোরা কিন্তু মন কাড়ল। একজন মন্তব্য করেছেন, ‘নরা দারুণ নাচে। এই মেয়েটাকে দেখলে বোঝা যায় ওর গোটা শরীর নাচ করতে পারে।’ আরেকজন লিখলেন, ‘নোরাকে কেউ হারাতে পারে না, সে সেরা।’
অক্ষয় কুমার এবং দিশা পাটানি, মৌনি রায়, সোনম বাজওয়া, নোরা, অপশক্তি খুরানা এবং স্টেবিন বেনের মতো অন্যান্য তারকারা দ্য এন্টারটেইনার্স শিরোনামে মার্কিন কনসার্ট সফরে রয়েছেন। দ্য এন্টারটেইনার্সের যাত্রা শুরু হয়েছিল ৩ মার্চ আমেরিকার আটলান্টায়।
খবর বলছে, অক্ষয় ভারতীয় বিমান বাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তাঁর নতুন ছবিতে। সিনেমার নাম স্কাই ফোর্স। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা। ২০২৩ সালের মে মাসে শ্যুটিং শুরু হওয়ার কথাও সামনে আসছে। এছাড়াও হাতে রয়েছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘ওএমজি ২’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here