‘ভালোবাসার মানুষের পাশে শুয়ে ভালো ঘুম হয়’, ব্যক্তিগত ছবি পোস্ট করে লিখলেন পরীমনি
মাতৃত্ব বড়ই অদ্ভুত। সারাদিনের ব্যস্ততার শেষে সন্তানের সব হাসিতেই যেন ক্লান্তি মিটে যায়। পরীমনির ক্ষেত্রেও তাই। অভিনয় জীবনের নানান ওঠাপড়া, বিতর্ক, মামলা-মোকদ্দমা, আইনি জটলিতা শেষে আপাতত পরীমনি ঘোর সংসারি, অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে সংসার করছেন, সম্প্রতি মাও হয়েছেন। আপাতত ছেলেকে নিয়েই সুখে ও স্বস্তিতে দিন কাটছে পরীমনির।
বৃহস্পতিবার সকালে মা ও ছেলের সুন্দর এক টুকরো মুহূর্ত পোস্ট করেছেন পরীমনি। যে ছবিতে মা ও ছেলের ভালোবাসা, অপত্য স্নেহে মাখামাখি হয়ে রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ভোরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছেন মা পরীমনি। বসন্তের ভোরে সকালের হালকা ঠাণ্ডায় কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছেন অভিনেত্রী। খুব সম্ভবত মা ও ছেলের একান্ত মুহূর্তটি লেন্সবন্দি করেছেন ‘পরী’র শরিফুল রাজ। ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘ যাকে ভালোবাসেন তার পাশে ঘুমালে দ্রুত ঘুম আসে, অবসাদ কাটে এবং দীর্ঘজীবন মেলে।’ ছবিতে ছোট্ট রাজ্যকেও মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমতে দেখা যাচ্ছে।
গত বছর ১০ অগস্ট ঢাকার একটি বেসরকারি হসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন পরীমনি। ১১ অগস্ট ছেলের প্রথম ছবি পোস্ট করে জানিয়েছেন ছেলের নাম রেখেছেন শাহীম মুহম্মদ রাজ্য। সম্প্রতি ৬ মাস পূর্ণ করেছে পরীর ছেলে। গত ১৪ ফেব্রুয়ারি আয়োজন করেছিলেন ছেলের মুখে ভাত। সেদিন পথ শিশুদের মন ভরে খাইয়েছেন পরীমনি। সেই ছবি পোস্টও করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। যদিও তারই আগে আগেই নতুন বছরের শুরুতেই স্বামী শরিফুলের সঙ্গে তাঁর অশান্তি চরমে পৌঁছেছিল। বিবাহ-বিচ্ছেদের কথাও জানিয়ে দিয়েছিলেন পরীমনি। তবে ফের নিজেদের মধ্যে অশান্তি ভুলে শরিফুলের সঙ্গে জমিয়ে সংসার করছেন ‘পরী’।
প্রসঙ্গত মাদক মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই গিয়াসউদ্দিন সেলিমের গুণিন ছবির শ্যুটিং করছিলেন পরীমনি। সেখানেই রাজের প্রেমে পড়েন পরীমনি, ছবিতে শরিফুল রাজই ছিলেন তাঁর নায়ক। প্রেমের ৭ দিনের মাথাতে তাঁরা বিয়েও করে নেন।
For all the latest entertainment News Click Here