বিচ্ছেদের জল্পনা ভুল! রঙিন বসন্তে প্রকাশ্যেই ফের কাছাকাছি এলেন নীল-তৃণা
বেশ কয়েকমাস ধরেই নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ছিল টলিপাড়া। জোর গুঞ্জন ছিল বিয়ের ২ বছরের মাথাতেই নাকি বিয়ে ভাঙছে নীল-তৃণার। তারকা-দম্পতি নাকি আলাদা থাকছেন। এমনকি দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও আলাদাই কাটিয়েছেন নীল-তৃণা। যদিও সে গুঞ্জনে জল ঢেলে দিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। জবাব দেন তাঁদের সম্পর্ক নিয়ে ওঠা হাজারো প্রশ্নে। তবে এরপরেও তৃণা কিন্তু চুপ-ই ছিলেন। অভিনেত্রীকে স্বামী নীলকে নিয়ে কোনও কথা বলতে বা পোস্ট করতে দেখা যায়নি।
অবশেষে দোলের দিন বসন্তের শুভেচ্ছা নিয়ে কাছাকাছি এলেন নীল-তৃণা। অনুরাগীদের ইচ্ছায় রিলস ভিডিয়োতে ‘আজা মাহি রে’ একসঙ্গে জমিয়ে নাচলেন ‘তৃণীল’। এক বন্ধুর প্রি-ওয়েডিং পার্টিতে একসঙ্গেই হাজির হয়েছিলেন নীল-তৃণা। সেখানেই জমিয়ে নাচলেন তাঁরা। নীলকে দেখা গেল অফ হোয়াইট রঙের শেরওয়ানিতে। আর তৃণা পরেছিলেন নীল রঙের লেহেঙ্গা, সঙ্গে সিলভার রঙের জ্যাকেট। বহুদিন পর একসঙ্গে নীল-তৃণাকে দেখে বেজায় খুশি অনুরাগীরা। কমেন্টে কেউ লিখেছেন, ‘উফ, কতদিন পর তৃনীলের একসঙ্গে রিলস দেখছি তৃনীলের রিলসের জন্য সবসময় অপেক্ষা করে থাকি ভীষন মিষ্টি লাগছে দুজনকে’। কেউ তৃণার উদ্দেশ্যে লিখেছেন, ‘দিদিভাই…খুব ভালো লেগেছে। সবার মতো আমার কাছেও ভুল খবর এসেছিল, তবে বিশ্বাস করিনি। খড়কুটো এমন একটা সিরিয়াল যেটা আমি কখনও মিস করিনি। প্রথম কোনও সিরিয়াল আমি পুরোটা দেখেছি। ইশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার সঙ্গে দেখা করতে পারি। ভালো থেকো।’ কারোর মন্তব্য ‘উফ মন ভরে গেল, প্রিয় দম্পতি।’ কেউ আবার নীল-তৃণাকে সেরা জুটির তকমা দিয়েছেন।
এর আগে তৃণার সঙ্গে সব ঠিক আছে কিনা প্রশ্ন নীল বলেন, ‘মানুষজনের আমাদের নিয়ে ভীষণ কৌতুহল। সব মানুষের বিভিন্ন ধরনের সময় চলে। সব কিছুই কি সোশ্যাল মিডিয়ায় আনতে হবে!’ নীলের কথায়, আমি একটা হেসে ছবি দিচ্ছি এর অর্থ এই নয় যে আমি খুব খুশি। আমরা এমন কিছু সোশ্যাল মিডিয়ায় দিই যেটা মানুষের দেখতে ভালো লাগে। আর লাইফে যদি সত্যিউ বড় কিছু ঘটে তা আমরাই সবাইকে জানিয়ে দেব। সেটা এই ভাবে অনুমানের প্রয়োজন পড়বে না। মানুষকে এভাবে বিচার করাটা ভুল।’
For all the latest entertainment News Click Here