এবারের সিরিজে সবচেয়ে খারাপ পিচ বানানো হয়েছে, এমনই মন্তব্য করলেন মার্ক টেলর
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শুরু থেকেই চলছে পিচ বিতর্ক। ইন্দোর টেস্টের পর সেই বিতর্ক যেন আরও বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ইন্দোরের পিচ নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক শুরু হয়। প্রথম দিন থেকেই বল ঘুরতে থাকে। ভারতীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেনি অজি স্পিনারদের সামনে। মাত্র আড়াই দিনেরও কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় ইন্দোর টেস্ট।
এবার পিচ নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর। টেলর ১৯৮৯ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১০৪টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। তিনি মনে করেন তৃতীয় ম্যাচের পিচ অনেক খারাপ ছিল। মার্ক বলেন, ‘আমি মনে করি এই সিরিজের সবচেয়ে খারাপ পিচ বানানো হয়েছে। সত্যি বলতে গেলে তিনটি ম্যাচের মধ্যে সবথেকে খারাপ মানের পিচ তৈরি করা হয়েছে ইন্দোরে। আমি বিশ্বাস করি না যে, প্রথম দিনেই একটি পিচের সার্বিক রূপটা এইভাবে বেরিয়ে আসা উচিত।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ওপেনার আরও বলেন, ‘খেলা যদি চার কিংবা পাঁচ দিন গড়াতো তখন এইরকম ভাবে বল ঘুরলে মেনে নেওয়া যায়। কিন্তু প্রথম দিন থেকেই যদি বল এই ভাবে ঘুরতে থাকে তাহলে অবশ্যই সেটা ভালো নয়। এটা খুব খারাপ পিচ ছিল।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের মন্তব্যকে এক প্রকার প্রাধান্য দিয়ে আইসিসি ইন্দোরের পিচকে খারাপ বলে জানিয়ে দিয়েছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেন, ‘শুকনো পিচে এখানে খেলা হয়েছে। টেস্টে ব্যাটিং ও বোলিংয়ে কোনও ভারসাম্য ছিল না। খেলার শুরু থেকেই স্পিনারদের বিশেষভাবে সাহায্য করেছে এই পিচ।’
তবে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর আইসিসির এই রেটিংয়ের বিরোধিতা করেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচে গাব্বার পিচকে খারাপের থেকে উপরের স্তরের রেটিং দেয় আইসিসি। যার তুলনা করে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘ইন্দোরের পিচকে খারাপ বলে রেটিং দেওয়া আইসিসির বাড়াবাড়ি।’
এই অভিযোগ মানতে নারাজ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। মার্ক টেলর বলেন, ‘গাব্বার পিচে অনেক সবুজ ঘাস ছিল যা গ্রাউন্ডস ম্যানদের ভুল। তবে ওই পিচ থেকে দুই দলই সাহায্য পেয়েছে। কিন্তু ইন্দোরে তা হয়নি। এই পিচে ভারত ঠিকঠাক ভাবে রান করতেই পারেনি। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়ার অবস্থাও একই হয়। এই পিচ একেবারেই খেলার জন্য নয়।’
For all the latest Sports News Click Here