ব্যবসা বাড়াতে শাহরুখ-সলমনের যুগলবন্দি? এপ্রিলে টাইগার ৩-এর শ্যুট সারবেন কিং খান
চার বছরের বেশি সময় পর বড় পরদায় ফিরেছিলেন শাহরুখ খান ‘পাঠান’ দিয়ে। আর এসেই হাঁকিয়েছেন ছক্কা। ইতিমধ্যেই গোটা বিশ্বে ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। এরপর শাহরুখকে দেখা যাবে ‘জাওয়ান’ আর ‘ডাঙ্কি’-তে। একইসঙ্গে সলমন খানের টাইগার ৩-এও দেখা মিলবে কিং খানের।
বলিপাড়ার অন্দরের খবর, টাইগার থ্রি-তে শাহরুখের এন্ট্রিটাও বেশ ধামাকেদার হতে চলেছে। আর এই কারণে এপ্রিলে বিশাল অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ের জন্য সাত দিন সংরক্ষণ করেছেন দুই তারকা।
হিন্দি সিনেমার সবচেয়ে বড় দুই সুপারস্টারের একে-অপরের সঙ্গে হাত মেলানো বলিউডে এক নতুন দৃষ্টান্ত যে তৈরি করতে পারবে তার বড় প্রমাণ পাঠান। আশা করা যাচ্ছে সলমনের টাইগার দিয়েও একই ম্যাজিক তৈরি হবে। YRF স্পাই-ইউনিভার্সে পাঠান এবং টাইগার-এর যৌথ উদ্যোগে দর্শকরা বেশ খুশি।
একটি সূত্র অনুসারে, ‘এসআরকে এপ্রিলের শেষে মুম্বইতে টাইগার ৩-এর জন্য সাত দিন শুটিং করবেন।’
সূত্রটি আরও উল্লেখ করেছে, ‘এই সিকোয়েন্সটির শুটিংয়ের জন্য সাত দিন নির্ধারণ করা হয়েছে তার মানে হল যে এটি দর্শকদের জন্য একটি দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স হবে! পাঠানের নির্মাতারা যা করে দেখিয়েছেন তারপরে প্রত্যাশা আকাশচুম্বী। সুতরাং, এটা মানতেই হবে যে যশরাজ ফিল্মস এবং মনীশ শর্মা পাঠান এবং টাইগারের মধ্যকার এই দৃশ্যটিকে ভারতীয় সিনেমায় মনে রাখার মতো একটি সিকোয়েন্স তৈরি করতে কোনও কসরত ছাড়বেন না!’
প্রসঙ্গত, চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে টাইগার ৩। সিনেমায় সলমনের সঙ্গে নায়িকা থাকছেন ক্যাটরিনা কাইফই।
তবে টাইগারের আগে মুক্তি পাবে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান। এই ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন শেহনাজ গিল। এদিকে সিনেমার দ্বিতীয় গান বিল্লি বিল্লি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে খুব ট্রোল। সলমন-পূজার জুটিকে কেউ ‘বাবা-মেয়ে’ বলছেন তো কেউ আবার বলছে ‘কাকা-ভাইঝি’। ছবি মুক্তি পাবে ইদে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here