বেনজির বিতর্ক দিয়ে শুরু WPL, চোট নেই, তবু আনফিট বলে ডটিনকে বাদ দিয়েছে গুজরাট!
মুম্বই ইন্ডিয়ান্সের মারকাটারি ক্রিকেটে উইমেন্স প্রিমিয়র লিগ শুরু বললে সবাই তা একবাক্যে মেনে নেবেন। তবে যদি বলা হয় যে বড়সড় এক বিতর্ক দিয়ে শুরু উইমেন্স প্রিমিয়র লিগ, তাহলে মোটেও ভুল বলা হয় না। কেননা টুর্নামেন্ট শুরুর আগেই বিরাট এক বিতর্ক তৈরি করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি দিয়েন্দ্রা ডটিন।
উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচের দিনেই গুজরাট জায়ান্টসের তরফে স্কোয়াডে রদবদলের কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় তারা স্কোয়াডে স্বাগত জানায় অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার কিম গার্থকে। প্রাথমিকভাবে আইপিএল নিলামে অবিক্রিত থাকা গার্থ জায়ান্টস শিবিরে যোগ দেন অভিজ্ঞ ক্যারিবিয়ান তারকা দিয়েন্দ্রা ডটিনের পরিবর্তে।
সচরাচর নিলাম থেকে দল গড়ার পরে যদি স্কোয়াডে রদবদল করা হয়, তবে সেক্ষেত্রে হয় ক্রিকেটারদের সরে দাঁড়ানো অন্যতম কারণ হয়, নতুবা চোট-আঘাতের জন্য ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঘটনা সামনে আসে। এক্ষেত্রে ডটিনের চোটের তত্ত্বই গুজরাটের ক্রিকেটার বদলের কারণ হিসেবে উঠে আসে।
আরও পড়ুন:- MI vs GG WPL 2023: ৪ উইকেট বাংলার সাইকার, ১৪৩ রানের বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের
সঙ্গত কারণেই ক্রিকেটপ্রেমীদের সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করতে দেখা যায় যে, ডটিন যেন দ্রুত ফিট হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় এমন বার্তার প্রেক্ষিতেই বোমা ফাটান ডটিন। তিনি ইনস্টাগ্রামে ‘তাড়াতাড়ি সেরে উঠুন’ বার্তার জবাবে পালটা প্রশ্ন করেন যে, কী থেকে তিনি তাড়াতাড়ি সেরে উঠবেন? পরে টুইটারে ডটিন অনুরাগীদের ধন্যবাদ জানান তাঁকে নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করে বার্তা পাঠানোর জন্য। সেই সঙ্গে এটাও স্পষ্ট করেন যে, তাঁর কোনও চোট নেই।
আরও পড়ুন:- WPL 2023 Opening Ceremony: উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে কিয়ারার বিজলি মিস করেছেন? দেখে নিন ভিডিয়ো
যার অর্থ দাঁড়ায়, ডটিন ফিট হওয়া সত্ত্বেও তাঁকে আনফিট ঘোষণা করে গুজরাট জায়ান্টস তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে নিয়েছে। স্বাভাবিকভাবেই ডটিনের এমন দাবি সামনে আসার পরেই তুমুল আলোড়ন ক্রিকেটমহলে। এখন দেখার যে গুজরাট জায়ান্টস শিবির বা বিসিসিআইয়ের তরফে ডটিনের দাবি নিয়ে কোনও জবাবদিহি করা হয় কিনা। যদিও নেটিজেনরা ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন গুজরাট ফ্র্যাঞ্চাইজির উপর।
উল্লেখ্য, ডটিনকে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে ৬০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল গুজরাট জায়ান্ট। অন্যদিকে তাঁর পরিবর্ত হিসেবে জায়ান্টসে যোগ দেওয়া কিম গার্থের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা।
গুজরাট জায়ান্টস টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অসহায় আত্মসমর্পণ করে। প্রথম ব্যাট করে মুম্বই ৫ উইকেটে ২০৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে গুজরাট আটকে যায় মাত্র ৬৪ রানে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here