ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি? রোহিতরা কখন থেকে হারতে শুরু করলেন? গাভাসকরের উত্তর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলকে ৯ উইকেটে হারের মুখে পড়তে হয়েছে। প্রতিটি বিভাগেই পিছিয়ে থাকতে দেখা গেছে রোহিতের টিম ইন্ডিয়াকে। সফরকারী দল ভারতকে ১০৯ ও ১৬৩ রানে গুটিয়ে দেয়। এরফলে অস্ট্রেলিয়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে এমন অবস্থায় প্রাক্তন অভিজ্ঞ সুনীল গাভাসকর জানিয়েছেন কী কারণে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তিনি ভারতীয় ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করেছেন এবং বলেছিলেন যে পিচটাকে রোহিত শর্মারা ভালো ভাবে পড়তে পারেনি।
আরও পড়ুন… তোমার ধারাভাষ্য উপভোগ করছি- কার্তিককে ফোন করে বলেছিলেন ধোনি
স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে গাভাসকর বলেন, ‘ব্যাটসম্যানরা তাদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি। আপনি যদি ভারতীয় উইকেট দেখেন, আপনি দেখতে পাবেন যে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেরাই আউট হয়ে গেছে। কয়েকটি শট খেলে অনুমান করা যায় এই পিচটি কেমন ছিল? তাদের বোঝা উচিত ছিল পিচ কী করতে যাচ্ছিল?’ গাভাসকর আরও বলেন, ‘যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। কারণ প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা ছাড়া আর কেউ বেশি রান করতেই পারেননি। তৃতীয় ম্যাচে ব্যাটসম্যানরা পিচে ততটা নামতেই পারেননি যতটা তাদের থাকা দরকার ছিল। তাঁরা পিচকে তাদের উপরে প্রভাব ফেলতে দিয়েছে। এট এমন একটা পিচ ছিল যেটা সত্যিই তাদের মনে ভয় তৈরি করেছিল, প্রথম ইনিংসে তো একটু প্রভাব ফেলেছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে এই পিচ রোহিতদের উপর আরও বেশি ভাবে প্রভাব ফেলেছিল।’
আরও পড়ুন… ভিডিয়ো: বারবার অশ্বিনকে থামিয়ে দিলেন ল্যাবুশান, কী হল তারপর?
পরাজয় সত্ত্বেও, ভারত এখনও চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং ইতিমধ্যেই টিম ইন্ডিয়া বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রেখেছে। গাভাসকর বলেছেন, ‘প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারত প্রথম ইনিংসে ৬০-৭০ রান কম ছিল।’ কিংবদন্তি প্রাক্তন ব্যাটসম্যান বলেছেন, ‘পিচ প্রথম ঘণ্টা থেকেই কথা বলতে শুরু করেছিল, তাই এটি সহজ ছিল না, তবে তারপরও যদি আমরা প্রথম ইনিংসে ১৬০-১৭০ রান করতাম তবে এটি একটি পার্থক্য তৈরি করতে পারত।’
ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ০ ও ৮ রানের স্কোরে মার্নাস ল্যাবুশানকে দুটি জীবন দেওয়া হয়েছিল। রবীন্দ্র জাদেজা তাঁকে বোল্ড করলেও বলটি ছিল ‘নো বল’। এর আগে ভারত ডিআরএস বেছে নেয়নি। জাদেজার নো বল নিয়ে প্রশ্ন করা হলে, গাভাসকর বলেছেন, ‘আপনি যদি পিছনে ফিরে তাকান, তাহলে আপনি মনে করবেন যে সম্ভবত ভারতের ম্যাচটি হারার প্রধান কারণ এটাই ছিল। কারণ এরপরে তারা (ল্যাবুশান এবং উসমান খোয়াজা) ৯৬ রানের পার্টনারশিপ করেছিল। তাই আমি মনে করি সম্ভবত এটাই ছিল টার্নিং পয়েন্ট। সেই নো বলের কারণে ভারতকে ম্যাচের মূল্য দিতে হয়েছে।’ আমদাবাদে ৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here