ব্যাটাররা ছয় হাঁকালে সমস্যা নেই, তবে কেউ ডিফেন্ড করলে বেশি খুশি হই- দাবি লিয়নের
নাথান লিয়ন ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে আট উইকেট নিয়ে ভারতকে একেবারে কোণঠাঁসা করে দিয়েছেন। ভারতীয় ব্যাটাররা লিয়ন ঝড়ে একেবারে খড়কুটোর মতোই উড়ে গিয়েছে। তারা কার্যত হারের মুখে দাঁড়িয়ে।
নাথান লিয়ন বৃহস্পতিবার ৬৪ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন। সেই সঙ্গে ভারতের ইনিংস ধুলিসাৎ হয়ে যায় ১৬৩ রানে। যার ফলে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অজিদের প্রথম কোনও ম্যাচে জয়ের রাস্তা প্রশস্ত হয়ে যায়। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ৭৬ রানে। যেটা করা একেবারেই কঠিন কাজ নয়। ভারতীয় বোলারদের পক্ষে এত কম রানে অজিদের ১০ উইকেট তুলে নেওয়ার চ্যালেঞ্জ অসম্ভব কঠিন বিষয়।
আরও পড়ুন: রোহিতদের প্রতিপক্ষ ১৪১ বছরের ইতিহাস, এত কম রান কোনও দল ডিফেন্ড করতে পারেনি
অজি তারকা অফ-স্পিনার ১১৮তম টেস্ট খেলছেন এবং বিস্ময়কর ভাবে এখনই ৪৭৯টি উইকেট নিয়ে ফেলেছেন। নাথান লিয়ন বোলিং করার সময়ে তাঁর মানসিকতার কথা বলতে গিয়ে বলেন, ‘আমি কোন উইকেটে খেলছি, তাতে কিছু যায় আসে না। আমি যদি কাউকে দেখি, আমার বলে ডিফেন্ড করছে, তবে আমি খুব খুশি হই। এটাই আমার গোপন বিষয় যে, ব্যাটাররা দীর্ঘ সময় ধরে আমাকে ডিফেন্ড করার চেষ্টা করা। তার মানে আমি সঠিক জায়গায় বল রাখছি।’
আরও পড়ুন: ভিডিয়ো- চোখের পলকে বল তালুবন্দি, বিপজ্জনক শ্রেয়সকে ফেরালেন উসমান
তিনি আরও যোগ করেছেন, ‘ব্যাটাররা যদি আমার বলে মারেও, তাতে আমার আপত্তি নেই। টেস্ট ইতিহাসে আমাকে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে। তাই আমাকে ছক্কা হাঁকালে ভয় পাই না (হাসি)। এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমি এতে কোনও আপত্তি করি না তবে ছেলেরা যদি ডিফেন্ড করে, সেটা আরও চ্যালেঞ্জিং।’
তাঁর পারফরম্যান্সের মধ্যে কী উল্লেখযোগ্য ছিল? তিনি রাউন্ড দ্য উইকেট থেকে তাঁর সমস্ত উইকেট নিয়েছিলেন, যেটাকে অনেকে নেতিবাচক কৌশল হিসাবে দেখেন। লিয়ন বলেছেন, ‘আমি জানি অনেক লোক এটাকে নেতিবাচক হিসেবে দেখে। আমি এটাকে সম্পূর্ণ বিপরীত হিসেবে দেখি। আমি মনে করি, এটা খুবই আক্রমণাত্মক কৌশল। আপনি আউট করার জন্য সব পদ্ধতি প্রয়োগ করতে পারেন।’
For all the latest Sports News Click Here