ভারতীয় পিচ নিয়ে কান্না জুড়ে দিলেন প্রাক্তন অজি অধিনায়ক, টানলেন ইডেনের নামও
বর্ডার-গাভাসকর ট্রফির চারটি টেস্ট ম্যাচের মধ্যে দুটিতে এগিয়ে রয়েছে ভারত। গত দুই ম্যাচে ভারতীয় স্পিন বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ইনিংস সহ হারতে হয়েছে অজিদের। শুধুমাত্র দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে কিছুটা লড়াই করে অজি বাহিনী। কিন্তু ভারতীয় বোলারদের হাত থেকে কোনও ভাবেই রেহাই পায়নি টিম অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হারতে হয়েছে প্যাট কামিন্সের দলকে। ফলে পরপর দুই ম্যাচ হেরে চার ম্যাচের টেস্ট সিরিজে আপাতত পিছিয়ে রয়েছে তারা।
দুটি টেস্টই তিন দিনের মাথায় শেষ হয়ে যায়। প্রথম টেস্ট ম্যাচে পিচের চরিত্র নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। বলা হতে থাকে স্পিনারদের জন্য উইকেট করা হয়েছে। যদিও ভারতের মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ উইকেট পান সেই ম্যাচে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও চারটি উইকেট নেন মহাম্মদ শামি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাট করার পরে ভারত ৪০০ রান করে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর সম্প্রতি মতামত প্রকাশ করে জানান, ভারতের পিচগুলি হোম প্লেয়ারদের জন্য উপযুক্ত। তা ব্যাটার হোক বা বোলার। দেশীয় ক্রিকেটাররাই বেশি সাহায্য পায়। এমনটাই মনে করছেন তিনি। টেলর বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার পরিবেশ অনেক আলাদা। এটা ঠিক যে আইপিএলে অনেক ক্রিকেটার খেলেন কিন্তু সেই পিচের চরিত্র আলাদা হয়। ভারত তাদের খেলার ধরন হিসেবে স্লো উইকেট করেছে। আমরা এই ধরনের পিচে খেলে অভ্যস্ত নই।’
টেলর ভারতের মাটিতে বেশি ম্যাচ খেলেননি। তবে ১৯৯৮ সালের দলে তিনি অধিনায়ক ছিলেন। সেই সিরিজের সম্পর্কের বলেন, ‘১৯৯৮ সালে চেন্নাইতে প্রথম ম্যাচে আমরা হারি। ইডেনেও আমরা পরাজিত হই। ইডেনে আমরা ২২০ রানের ম্যাচ হারি। বর্তমান অস্ট্রেলিয়া দলের সঙ্গে যা হচ্ছে তা অতীতেও হয়েছে। তবে আমরা বেঙ্গালুরু ম্যাচে ঘুরে দাঁড়াই। যখন কোনও দল দেখতে পারে ম্যাচের সবকিছুই তাদের বিপক্ষে যাচ্ছে এবং সেটা অনেক দ্রুত ঘটছে, তখন সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। ইডেনেও আমাদের সঙ্গে এমনটাই হয়েছিল। বর্তমান সিরিজে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার সঙ্গে তাই হয়েছে। এখন এটাই দেখার শেষ দুই ম্যাচে কেমন পিচ করে ভারত।’
For all the latest Sports News Click Here