অবশেষে দেশী কোচ আনতেই সাফল্য, I-League টপারদের হাফ ডজন গোল মহমেডানের
কোচ বদলাতেই একেবারে হাফ ডজন গোলের মালা প্রতিপক্ষকে পরাল মহমেডান। ফিরল জয়ের ছন্দে। এই মরশুমে আগেও কোচ বদলে লাভ হয়নি। আন্দ্রে চেরনিশভের পরিবর্তে কিবু ভিকুনাকে কোচ করে আনা হলেও কোনও লাভ হয়নি। হারের ধারা অব্যাহত ছিল। তবে মেহরাজউদ্দিন ওয়াডুকে কোচ করে আনতেই আগুনে মেজাজে সাদা-কালো শিবির।
শুক্রবার লিগ শীর্ষে থাকা শ্রীনিধি ডেকানকে ছ’গোল দিল মহমেডান স্পোর্টিং। চার গোল খেলেও ৬-৪ ম্যাচ পকেটে পুড়ল তারা। সেই সঙ্গে তারা পয়েন্ট তালিকায় উঠে এল নবম স্থানে। মহমেডানের হয়ে জোড়া গোল কিন লুইস এবং আবিয়োলা দাউদার। অন্য দুটো গোল শেখ ফৈয়াজ এবং নিকোলা স্ট্যানকোভিচের। এ দিকে কলকাতার ক্লাব কোচিংয়ে জয় দিয়েই হাতেখড়ি হল মেহরাজউদ্দিনের।
আরও পড়ুন: ডার্বি সবচেয়ে কঠিন ম্য়াচ- তবু ATKMB-কে হারিয়েই বাকি ব্যর্থতা ভোলাতে চান EBFC কোচ
দশ গোলের ম্যাচে প্রথমার্ধে পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে বাকি পাঁচ। ম্যাচের দু’মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন কেন লুইস। মিরলানের থেকে বল পেয়ে দুরন্ত ভলিতে মহমেডানকে এগিয়ে দেন। এক মিনিটের মধ্যে হাসানের গোলে ১-১ করে শ্রীনিধি। ম্যাচের ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বিশ্বমানের গোল করেন দাউদা। এ বারও লিড ধরে রাখতে পারেনি সাদা কালো ব্রিগেড। বক্সের মধ্যে ডেভিড কাস্টানেডাকে ফাউল করেন কিমা। পেনাল্টি দেয় রেফারি। স্পট কিক থেকে গোল করেন কাস্টানেডাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো ওপেন ফুটবল হয়। তাই দুই দলই গোলের একাধিক সুযোগ পায়।
আরও পড়ুন: ম্যাকহিউ, হ্যামিল নেই, বৌমাস অনিশ্চিত, তবু ডার্বি জয় ছাড়া ভাবছে না ATKMB কোচ
বিরতির আগেই আবার এগিয়ে যায় মহমেডান। ম্যাচের ৩০ মিনিটে কেনের পাস থেকে ৩-২ করেন দাউদা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান শেখ ফৈয়াজ। এর পর ম্যাচের ৬৭ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ গোল কেন লুইসের। ৫-২ গোলে এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড। ঘরের মাঠে আই লিগের এক নম্বর দলকে ল্যাজেগোবরে করে দেয় কলকাতার তৃতীয় প্রধান।
৭৯ মিনিটে ব্যবধান কমান ওগানা। তার এক মিনিটের মধ্যে আবার গোল। একক দক্ষতায় ৬-৩ করেন নিকোলা। এখানেও শেষ নয়। ম্যাচের অন্তিমলগ্নে শ্রীনিধির হয়ে ফের ব্যবধান কমান গ্যাব্রিয়েল। ম্যাচের প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত লাগাতার গোল। টানটান উত্তেজনার লড়াইয়ে কার্যত দেওয়ালে পিঠ ঢেকে যাওয়া দশা থেকে শেষ পর্যন্ত কিছুটা অক্সিজেন পেল মহমেডান। আর চলতি মরশুমে সাদা কালোর তৃতীয় কোচ মেহরাজ জয় দিয়ে যাত্রা শুরু করলেন।
For all the latest Sports News Click Here