বন্ধুকে খুনের অভিযোগ থেকে রেহাই ভারতের প্রাক্তন হকি অধিনায়কের, ক্লিনচিট পুলিশের
দেবব্রত মোহান্তি
এক যুবকের আত্মত্যার মামলায় প্রাক্তন হকি অধিনায়কের বীরেন্দ্র লাকরাকে ক্লিনচিট দিল ওড়িশা পুলিশ। শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবকের মেডিকো-লিগ্যাল রিপোর্টে কোনও অস্বাভাবিকত্বের কোনও প্রমাণ মেলেনি। যে মামলায় আড়াই মাস আগে ওড়িশা হাইকোর্টে তুমুল ভর্ৎসনার মুখে পড়েছিল পুলিশ। ২৮ বছরের ওই যুবকের রহস্যময় মৃত্যুর ঘটনায় এফআইআর রুজু করতে দেরি হওয়ায় তুমুল ভর্ৎসনা করেছিল হাইকোর্ট।
গত বছর ফেব্রুয়ারিতে ভুবনেশ্বরের একটি আবাসন থেকে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক বীরেন্দ্রর ছেলেবেলার এক বন্ধুর দেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার পর বীরেন্দ্রর বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন ওই যুবকের বাবা। তারইমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, তাঁর ছেলের মৃত্যুর ঘটনার কোনও তদন্ত করছে না পুলিশ বা এফআইআর রুজু করা হয়নি। কারণ ওড়িশা পুলিশে ডেপুটি সুপার পদে কর্মরত আছেন বীরেন্দ্র।
সেই ঘটনার প্রেক্ষিতে ভুবনেশ্বর পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, তদন্তের সময় এইমসের ময়নাতদন্তের রিপোর্ট, ভিসেরা রিপোর্ট-সহ যাবতীয় দিক খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসার। যাবতীয় তথ্যপ্রমাণ এবং মেডিকো-লিগ্যাল রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে আত্মহত্যা করেছেন ওই যুবক। কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেনি। মৃত্যুর আগে মদ এবং ওষুধ খেয়েছিলেন। জোর করে মদ্যপান করানো এবং মাদক খাওয়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here