DY Patil T20 Cup: দীনেশ কার্তিকের ব্যর্থতা ঢেকে দলকে সেমিফাইনালে তুললেন যশ ধুল
ব্যাট হাতে ব্যর্থ দীনেশ কার্তিক। রান পেলেন না চিরাজ জানি, বলজেত সিংরা। তা সত্ত্বেও চলতি ডিওয়াই পাতিল টি-২০ কাপের সেমিফাইনালে উঠল ডিওয়াই পাতিল গ্রুপ-বি। তারা কোয়ার্টার ফাইনালে ৩০ রানে হারিয়ে দেয় জৈন ইরিগেশনকে।
শুরুতে ব্যাট করে ডিওয়াই পাতিল গ্রুপ-বি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন যশ ধুল। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫১ রান করে আউট হন।
এছাড়া হার্দিক তামোরে ১৬, শামস মুলানি ২০ ও শশাঙ্ক সিং ৪২ রানের কার্যকরী যোগদান রাখেন। দীনেশ কার্তিক মাত্র ২ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি চিরাগ জানি ও সাইরাজ পাতিল। নূতন গোয়েল ৭ , চিন্ময় সুতার ৭, বলতেজ সিং ৫ ও সাগর উদেশি ১ রান করেন।
আরও পড়ুন:- Women’s T20 WC: বিশ্বকাপে সব থেকে বড় ব্যবধানে হারের বিশ্বরেকর্ড গড়ল পাকিস্তান, লজ্জায় ডুবে দেশে ফিরছেন নিদারা
জৈনের হয়ে ৩১ রানে ৩টি উইকেট নেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। ২৭ রানে ৩টি উইকেট নেন বিজয় গোহিল। ২৭ রানে ২টি উইকেট নিয়েছেন আরিয়ান। ১৫ রানে ১টি উইকেট নেন কৌশল তাম্বে। উইকেট পাননি সচিন ভোসালে ও প্রশান্ত সোলাঙ্কি।
জবাবে ব্যাট করতে নেমে জৈন ইরিগেশন ১৯.১ ওভারে ১২৯ রানে অল-আউট হয়ে যায়। আজিম কাজি ২৭, শুভম শর্মা ২২, জয় বিস্তা ১৯, কৌশল তাম্বে ১৮, প্রশান্ত সোলাঙ্কি ১৭ ও উর্বেশ প্যাটেল ১২ রান করেন। যশ নাহার ২, সূরজ শিন্দে ১, সচিন ভোসালে ২ ও আরিয়ান ৪ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি রাজবর্ধন হাঙ্গার্গেকর
আরও পড়ুন:- TNPL 2023 Auction: সস্তায় বিকোলেন বরুণ-নটরাজন-ওয়াশিংটন, তামিলনাড়ু প্রিমিয়র লিগে মোটা টাকা দাম পেলেন বিজয় শঙ্কর
ডিওয়াই পাতিল গ্রুপ-বি’র বিনীত সিনহা ৩.১ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন শামস মুলানি। ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন বলতেজ সিং। উইকেট পাননি চিরাগ জানি ও সাগর উদেশি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here