KKR vs DC: দলে ফিরবেন শাকিব, রাসেলের চোটে দু’টি পরিবর্তন ঘটাতে পারে নাইটরা
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবারই (২৮ সেপ্টেম্বর) মরণ-বাচন ম্যাচে মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সিএসকের বিরুদ্ধে পরাজয়ের আঘাতের পাশপাশি ম্যাচে তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোটে বিশাল বড় ধাক্কা খেয়েছ নাইট শিবির। এহেন অবস্থায় দিল্লির বিরুদ্ধে সম্ভবত দু’টি পরিবর্তন ঘটতে পারে নাইট শিবিরে।
চেন্নাইয়ের বিরুদ্ধে বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় পেশিতে চোট পান রাসেল। তারপর তিনি আর মাঠে নামতে পারেননি। ফলে এই ম্যাচে মাত্র দুই দিনের ব্যবধানে রাসেলের মাঠে নামার সম্ভাবনা কম। প্রশ্ন হল তাহলে তাঁর পরিবর্তে কে? টি-টোয়েন্টি ক্রিকেটে ‘দ্রে রাসের’ পরিবর্ত খুঁজে পাওয়া আদৌ সম্ভব কি না, সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে চার-ছক্কা হাঁকানোর পাশপাশি গত দুই বছর ধরে রাসেল কেকেআরের হয়ে ডেথ বোলিংয়ের দায়িত্বও সামলান। এই আইপিএলে ১১টি উইকেটও নিয়েছেন রাসেল। তাঁর অবর্তমানে নাইটদের ডেথ বোলিং যে বেশ দুর্বল হয়ে পড়ে তার উদাহরণ চেন্নাই ম্যাচেই টের পাওয়া গেছে।
সুতরাং, বোলিং বিভাগকে মজবুত করা যে কেকেআরের প্রধান উদ্দেশ্য হবে তা বলাই যায়। তাই এই ম্যাচেই প্যাট কামিন্সের বদলি হিসাবে নাইট শিবিরে যোগদানকারী টিম সাউদির অভিষেক ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিং মজবুত করতে দলে ফিরতে পারেন শাকিব আল হাসানও। গত ম্যাচে শেষ ওভার বাদে সুনীল নারিনকে ফর্মে দেখায়নি। শাকিব দলকে বাড়তি স্পিনারের বিকল্প দেবেন। তাই এই ম্যাচে নারিনকেও বাদ পড়তে হতে পারে দল থেকে।
DC-র বিরুদ্ধে KKR-র সম্ভাব্য একাদশ:
শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাকিব আল হাসান, টিম সাউদি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা
For all the latest Sports News Click Here