‘মুম্বইতে শিল্পীর উপর এধরনের হামলা! আমি হতবাক’, সোনুর উপর হামলায় চটলেন শান
চেম্বুরে কনসার্ট চলাকালীন সোনু নিগমের উপর হামলার ঘটনায় এবার সরব হলেন তাঁর সঙ্গীতশিল্পী বন্ধু শান। গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শান। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সোনুর উপর হামলার ঘটনা তাঁকে কষ্ট দিয়েছে, একথা জানিয়ে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সঙ্গীতশিল্পী। ঘটনায় সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন শান।
হামলার ঘটনায় সরকারি হস্তক্ষেপ চেয়ে ইন্ডিয়ান সিঙ্গার রাইটস অ্যাসোসিয়েশন (ISRA) থেকে একটি চিঠি শেয়ার করেছেন শান। যে চিঠিতে লেখা রয়েছে, চেম্বুরে একটি সঙ্গীতানুষ্ঠানে আমাদের কিংবদন্তি গায়ক সোনু নিগম এবং তাঁর টিমের উপর গুরুতর হামলার কথা জানতে পেরে আমরা গভীরভাবে মর্মাহত। এটা লজ্জার বিষয় যে একজন সম্মানীয় শিল্পীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় দেশের সমস্ত গায়ক আঘাত পয়েছেন, সকলেই উদ্বিগ্ন। আমরা তাই মহারাষ্ট্র সরকার এবং প্রশাসনের কাছে পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি। যাতে কোনও গায়ক কিংবা শিল্পীর সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেটা যেন সরকারের তরফে নিশ্চিত করা হয়।’
শুধু চিঠি শেয়ার করা-ই নয়, শান ক্যাপশানে লিখেছেন, ‘যা ঘটেছে তাতে আমি আতঙ্কিত এবং বিরক্ত .. আর এটা কি সেই মুম্বই?! যে শহর তার আইনশৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য প্রশংসিত, সত্যিই অবাক! সেখানে একজন সহশিল্পী, একজন অনুরাগী হিসেবে কর্তৃপক্ষের কাছে আমার দাবি এই জঘন্য ও সহিংসতার জন্য দায়ী দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
সোমবার রাতে মুম্বইয়ের চেম্বুরে কনসার্ট চলাকালীন সোনু নিগমের সঙ্গে অভব্য আচরণ করেন স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে। সোনুর সহকর্মীকে স্টেজের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, সোনুকে ধাক্কা মারা হয়! তাঁর চুল ধরে টানা হয়। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর জেরেই এবার বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে স্বপ্নিলের বিরুদ্ধে এফআইআর রুজু করে চেম্বুর পুলিশ।
চেম্বুর জিমখানায় ‘চেম্বুর ফেস্টিভ্যাল’ চলছিল গত তিনদিন ধরে। সেখানেই সোনু নিগমকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অথচ নেমন্তন্ন পেয়ে গান গাইতে এসে বিভীষিকার মধ্যে দিয়ে গেলেন সোনু নিগম। সোমবার রাতেই গায়কের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ ধারা (অন্যায় ভাবে গতিরোধ করা), এবং ৩৩৭ (ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করা)— ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। গোটা ঘটনায় নিন্দার রব নেটপাড়ায়। অভিযুক্ত নিজেই অনুষ্ঠানের অন্যতম এক আয়োজক।
For all the latest entertainment News Click Here