WPL 2023-এর টাইটেল স্পনসরের নাম ঘোষণা করলেন BCCI সচিব জয় শাহ
ভারতীয় ক্রিকেটে মহিলা ক্রিকেট এক নতুন যুগে পা রাখতে চলেছে। কারণ আইপিএল-এর ধাঁচে শুরু হবে মহিলা প্রিমিয়ার লিগ (WPL)। সম্প্রতি, বিসিসিআই WPL 2023-এর জন্য খেলোয়াড় নিলামের আয়োজন করেছিল, যেখানে পাঁচটি দল সমস্ত খেলোয়াড়ের উপর অর্থের বৃষ্টি করেছিল। এই নিলাম মহিলা ক্রিকেটকে নতুন শক্তি দিয়েছে। এবার মঙ্গলবার বিসিসিআই সচিব জয় শাহও WPL-এর টাইটেল স্পনসরের নাম ঘোষণা করেছেন। WPL এর টাইটেল স্পন্সর হতে চলেছে TATA।
টাটা মাত্র কয়েক বছর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পনসর হয়েছিল। এখন টাটা ডব্লিউপিএল-এর সঙ্গে হাত মিলিয়েছে এবং এর প্রতি সমর্থন বাড়িয়েছে। এই বিষয়ে অবহিত করে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ টুইট করে লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে টাটা গ্রুপ WPL-এর প্রথম মরশুমের টাইটেল স্পনসর হবে। তাদের সমর্থনে আমরা আত্মবিশ্বাসী যে আমরা মহিলাদের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারব।’
আরও পড়ুন… Ind vs Aus ODI: ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্বে নীতিন মেনন
উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরশুম শুরু হচ্ছে ৪ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট ও মুম্বইয়ের দল। এই ম্যাচটি হবে মুম্বইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে। উইমেন্স প্রিমিয়ার লিগকে বড় ধামাকায় রুপান্তরিত করতে প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। নিলামে অভিজ্ঞ খেলোয়াড় কেনার পর এখন টাইটেল স্পনসরসহ অন্যান্য বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উইমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরের নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ টুইটারে এই ঘোষণা করেছেন। ৪ মার্চ শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।
প্রথম সিজনে TATA-কে টাইটেল স্পনসর করা হয়েছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন যে তিনি ঘোষণা করতে পেরে আনন্দিত যে টাটা গ্রুপ উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরশুমের টাইটেল স্পনসর হবে। শাহ আরও বলেছেন যে বিসিসিআই আত্মবিশ্বাসী যে টাটা-র সমর্থনে মহিলাদের ক্রিকেট পরবর্তী স্তরে যাবে। উল্লেখযোগ্যভাবে, টাটা গ্রুপ ইতিমধ্যেই পুরুষদের আইপিএলে টাইটেল স্পন্সরের ভূমিকায় রয়েছে।
আরও পড়ুন… রাহুল নিয়ে লড়াই, রোহিত প্রসঙ্গে আকাশের পুরনো টুইট টেনে আনলেন প্রসাদ
উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়ার লিগে পাঁচটি দলের মধ্যে ম্যাচ হবে। সম্প্রতি নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মোট ৮৭ জন মহিলা ক্রিকেটারের জন্য বিড হয়েছিল। সবচেয়ে বড় দর ছিল ভারতীয় খেলোয়াড় স্মৃতি মান্ধনার জন্য। তাঁকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছে RCB। দলের নেতৃত্বও দেওয়া হয়েছে মান্ধনার হাতে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে উইমেনস প্রিমিয়ার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে জায়গা পেয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। সেখানে তাঁকে অধিনায়ক করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here