দিল্লিতে কপিলের বাড়িতে রোহিতদের জয় সেলিব্রেট করলেন ‘৮৩-র বিশ্বজয়ীরা
১৯৮৩ সাল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে স্মরণীয় একটি অধ্যায়। কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথম বার মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এই জয়টি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দলটি ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং সেই সময়ে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল। এই জয়ের পর দেশের ক্রিকেটের ভাবনা পুরোপুরি বদলে যায়। কপিল একজন বড় তারকা হয়ে ওঠেন এবং ধীরে ধীরে ক্রিকেটকে ঘিরে ভারতের উন্মাদনার পারদ চড়তে থাকল। এবং ক্রিকেট দেশের প্রধান খেলা হয়ে ওঠে।
আরও পড়ুন: অনুরাগ বসুর গ্যাংস্টার ছবিতে হিরোর রোলের অফার পেয়েছিলেন, দাবি শোয়েব আখতারের
বর্তমান টিম ইন্ডিয়া এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। আর তাতে ধারাভাষ্য করছেন প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর। ‘৮৩-র বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুনীল গাভাসকরও। তাঁকে কে না চেনেন! তিনিই প্রথম খেলোয়াড়, যিনি টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করেছিলেন। রবি শাস্ত্রীও এই দলেরও অংশ ছিলেন।
আরও পড়ুন: ICC T20I Player Rankings-এ বিশাল লাফ বঙ্গ তনয়ার, ক্যারিয়ারের সেরা জায়গায় রেণুকা
দিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরে, প্রাক্তন ক্রিকেটার মদন লাল, গাভাসকর, রবি শাস্ত্রী, কীর্তি আজাদরা, যাঁরা সেই ১৯৮৩-র বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের অংশ ছিলেম, তাঁরা গিয়েছিলেন কপিল দেবের বাড়িতে। রোহিত শর্মাদের জয় উদযাপন করতে। সেখানে সকলে মিলে জমিয়ে আড্ডা দেন। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে রবি শাস্ত্রী লিখেছেন, ‘ভারতের দুর্দান্ত সাফল্যের পর দিল্লিতে ক্যাপ্টেনের (কপিল দেব) বাড়িতে আমি আমার ‘৮৩-র সতীর্থদের সঙ্গে এটি একটি চমৎকার সন্ধ্যা উপভোগ করলাম।’
সুনীল গাভাসকর বলেছেন, ‘অধিনায়ক কপিলের বাড়িতে ‘৮৩ বিশ্বকাপ জয়ী দলের দিল্লিতে রয়েছেন যাঁরা, সেই সতীর্থদের সঙ্গে দেখা করতে পেরে বিস্মিত। দিল্লি টেস্টে ভারতের জয় উদযাপন করলাম। দুর্দান্ত রাতের খাবার, দুর্দান্ত কথোপকথন এবং একটি দুর্দান্ত সন্ধ্যা।’
ছবিতে যে পাঁচ জন তারকা প্রাক্তনীদের দেখা গিয়েছে, তাঁরা তাঁদের সময়ে দুরন্ত ক্রিকেট খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের সাফল্য আকাশছোঁয়া। সুনীল গাভাসকর ১৩২১৪ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন। কপিল দেবের রান ৯০৩১ এবং ৬৮৭টি উইকেট রয়েছে। রবি শাস্ত্রীর রয়েছে ৬৯৩৮ রান এবং ২৮০টি উইকেট। মদন লালের সংগ্রহ ছিল ১৪৪৩ রান এবং ১৪৪টি উইকেট এবং কীর্তি আজাদের রান ৪০৪ এবং উইকেট সংখ্যা ১০।
For all the latest Sports News Click Here