‘সবাই যখন হর হর মহাদেব বলছিল…’ শিবরাত্রিতে ভোলার স্মৃতিচারণ অজয়ের
যাঁর নামেই ভোলা রয়েছে সে শিবরাত্রি পালন করবে না এমনটা হয় নাকি! ধুস! তবে সবসময় উপোস করে, ব্রত মেনে আচার পালনেই পুজো হয় না। দেবকে ভক্ততেই পাওয়া যায়। তাই তেমনই ভোলা, ওরফে অজয় দেবগন তাঁর পুরনো ছবি দিয়েই শিবরাত্রির দিনে মহাদেবের স্মরণ নিলেন। তাঁর উদ্দেশ্যে ভার্চুয়াল প্রণাম জানালেন। জানালেন এই ছবির শ্যুটিংয়ের সময় হয় তাঁর এক অবর্ণনীয় অভিজ্ঞতার কথা।
১৮ ফেব্রুয়ারি, শনিবার পড়েছে ২০২৩ সালের শিবরাত্রির ব্রত। সারাদিন নির্জলা উপবাস করে চারপ্রহর শিবের উপাসনা করবেন অনেকেই। তাই এই বিশেষ দিনে শিব ভক্তির কথা ইনস্টাগ্রামে লিখলেন অজয়।
ভোলা ছবির শ্যুটিংয়ের জন্য তাঁরা বেনারসে গিয়েছিলেন। সেখানে মহা আরতির একটি দৃশ্য শ্যুট করেন তাঁরা। সেটারই কিছু ছবি এদিন তিনি ইনস্টাগ্রামে পোস্টে করেন। ছবি দেখা যায় অভিনেতা ধুতি পরে শিবলিঙ্গে জল ঢালছেন। তাঁর দুই পাশে দুই পুরোহিত আরতি করছেন এবং আরও দুজন বসে মন্ত্রপাঠ করছেন। পিছনে বেনারসের সন্ধ্যা আরতির সেই চেনা ভিড়।
একসঙ্গে চারটি ছবি পোস্ট করেন অভিনেতা। দ্বিতীয় ছবিতে তাঁর একটি ক্লোজ আপ শট দেখা যায়। পরের দুটি ছবি থেকে বোঝা যায় এই গোটা দৃশ্যটি একটি লঞ্চের উপর শ্যুট করা হয়েছে। যে লঞ্চে শ্যুটিং চলছিল তার আশপাশে আরও বহু লঞ্চ এবং নৌকা দিয়ে ঘিরে রাখা হয়েছিল, হয়তো নিরাপত্তার জন্য বা সেটা শটের জন্য।
এই ছবিগুলো পোস্ট করে অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘কখনও কখনও একজন পরিচালককে বহুক্ষণ অপেক্ষা করতে হয় সেই দুর্দান্ত, অনবদ্য ফ্রেম পাওয়ার জন্য। কিন্তু একদিন তিনি ঠিক সেই ফ্রেম পেয়ে যান। এই দিন আমাদের ছবির মহাআরতির দৃশ্যের শ্যুটিং চলছিল। আমি একটা ভিতর ভিতর দারুণ ম্যাজিক ফিল করতে পারছিলাম। এই জায়গার যে আধ্যাত্মিক শক্তি, যে ইলেক্ট্রিফাইং জ্যোতি আছে সমস্ত মানুষের সমাগমের মধ্য দিয়ে সেটাই যেন এই ছবিগুলোতে ধরা পড়েছে।’
তিনি আরও লেখেন, ‘সবাই যখন হর হর মহাদেব বলে জয়ধ্বনি দিচ্ছিল আমি আমার চারপাশে এক দারুণ ক্ষমতাবান কোনও শক্তির আভাস পাচ্ছিলাম। আজকের এই মহাশিবরাত্রির পুণ্য তিথিতে আমি আমার ছবি ভোলার কিছু দৃশ্য সবার সঙ্গে ভাগ করে নিলাম। আপনারা নিজেরাই সেই ম্যাজিক দেখুন। হর হর মহাদেব।’
অনেকেই তাঁর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। কাজল অজয়ের এই পোস্টে রিঅ্যাক্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘বলিউডের একমাত্র তারকা যিনি পর পর ভালো মানের ছবি উপহার দিয়ে যাচ্ছেন।’ অনেকেই ‘হর হর মহাদেব’ লিখে তাঁর সঙ্গে সম্মতি জানিয়েছেন।
আগামী ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে ভোলা। নাম ভূমিকায় থাকবেন অজয় দেবগন। ক্যামিও চরিত্রে দেখা মিলবে অভিষেক বচ্চনের। এটি আদতে কাইথি ছবির অফিসিয়াল হিন্দি রিমেক।
For all the latest entertainment News Click Here