একই ওভারে বিশ্বের এক ও দুই নম্বর ব্যাটসম্যানকে বোকা বানালেন অশ্বিন- ভিডিয়ো
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে স্পিন আতঙ্কে কাঁপছে অস্ট্রেলিয়া। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনকে বল করতে দেখলেই আঁতকে উঠছেন অজি ব্যাটসম্যানরা।
নাগপুর টেস্টের দুই ইনিংসে অশ্বিনের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় অস্ট্রেলিয়ার রথী-মহারথী ব্যাটসম্যানদের। অশ্বিন নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট দখল করেন। এবার দিল্লি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই একজোড়া উইকেট তুলে নেন রবিচন্দ্রন।
কোটলায় প্রথম দিনের লাঞ্চের আগে একই ওভারে বিশ্বের এক ও দুই নম্বর টেস্ট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান অশ্বিন। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা দুই ব্যাটসম্যানকে নিতান্ত অসহায় দেখায় অশ্বিনের সামনে।
দলগত ৫০ রানের মাথায় ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন মার্নাস ল্যাবুশান, যিনি এই মুহূর্তে আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। ক্রিজে এসে দ্রুত ৪টি বাউন্ডারি মারেন তিনি। আগ্রাসী ভঙ্গিতে ইনিংস শুরু করার পরেই অশ্বিনকে উইকেট দিয়ে আসেন মার্নাস। ২২.৪ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। ২৫ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান। অস্ট্রেলিয়া দলগত ৯১ রানের মাথায় ২ উইকেট হারায়।
সেই ওভারের শেষ বলে সদ্য ক্রিজে আসা স্টিভ স্মিথের উইকেট তুলে নেন অশ্বিন। স্মিথ এই মুহূর্তে আইসিসির দুই নম্বর টেস্ট ব্যাটসম্যান। ২২.৬ ওভারে অশ্বিনের বলে উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন স্মিথ। ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৯১ রানের মাথাতেই তৃতীয় উইকেট হারায়।
For all the latest Sports News Click Here