Europa League Play-Off: ন্যু ক্যাম্পে বার্সার সঙ্গে জোর টক্কর ইউনাইটেডের,২-২ ড্র
ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা অবশ্যই উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপা লিগ সেখানে দ্বিতীয় সারির হিসেবে গণ্য হয়ে থাক। কিন্তু একটি ম্যাচই ইউরোপা লিগের উত্তেজনা বাড়িয়ে দিল বহু গুণ। ইউরোপা লিগে প্রথম বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর এই ম্যাচকে ঘিরেই উন্মাদনা পৌঁছেছিল সপ্তমে।
বার্সেলোনা এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- দু’টি ক্লাবই নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে খেলে। কিন্তু তারা এই প্রথম বার মুখোমুখি হয় ইউরোপা লিগে। আর বৃহস্পতিবার রাতে দুই দলের লড়াই ধুন্ধুমার পর্যায়ে পৌঁছেছিল। ম্যান ইউনাইটেডের দাপটে এ দিন অবশ্য নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে কোনও মতে হার বাঁচাল বার্সা। লিয়োনেল মেসির প্রাক্তন ক্লাব প্রথমে পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। খেলার ফল ২-২ অমীমাংসিত অবস্থায় শেষ হয়।
এই ম্যাচে শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও বার্সেলোনা যে প্রতি আক্রমণে উঠছিল না, এমনটা একেবারেই নয়। আক্রমণ -প্রতি আক্রমণের দোদ্যল্যমানতায় অবশ্য পাল্লা ভারি ছিল ইংল্যান্ডের ক্লাবের। তারা যদি ৩ পয়েন্ট নিয়েও মাঠ ছাড়ত, তা হলে বলার কিছু ছিল না। তবে বার্সার গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের গ্লাভসই আটকে দেয় এরিক টেন হ্যাগের দলকে। তিনটি অসাধারণ সেভ করেন তিনি। তিন কাঠির তলায় দাঁড়িয়ে মার্ক আন্দ্রে টের স্টেগেনই হয়ে ওঠে বার্সেলোনার ত্রাতা।
আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই জমলেও ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে অবশ্য বার্সেলোনাই প্রথম গোলের মুখ খোলে। ম্যাচের ৫০ মিনিট নাগাদ মার্কাস আলানসোর এগিয়ে দেন মেসির প্রাক্তন ক্লাবকে। তবে এই গোল বেশীক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। গোল হজমের দুই মিনিটের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। বার্সা গোলকিপার এবং প্রথম পোস্টের মাঝ দিয়ে বল জালে জড়ান তিনি।
এর পর ৫৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন পিছিয়ে পড়ে বার্সেলোনা। এ ক্ষেত্রেও প্রধান ভূমিকা সেই রাশফোর্ডেরই। ছোট কর্নার থেকে পাস পেয়ে বক্সের দিকে দৌড়ে যান রাশফোর্ড। সতীর্থদের উদ্দেশে তিনি ক্রস বাড়ালে, সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন বার্সেলোনার জুলস কুন্দে। যার ফলে ২-১ করে ফেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
এর পরেই অবশ্য মাঠে উত্তেজনা ছড়ায় লাল কার্ডের দাবিতে সরব হয় ম্যান ইউনাইটেড। বক্সের বাইরে রাশফোর্ডকে ফাউল করেছিলেন কুন্দে। তবে রেফারি ইংল্যান্ডের ক্লাবের দাবিকে গুরুত্ব দেয়ননি। যাইহোক পিছিয়ে পড়ে বার্সা তেড়েফুড়ে ওঠে। সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা।
৭৬তম মিনিটে বার্সেলোনার মুখ রক্ষা করেন রাফিনহা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে ক্রস করেছিলেন রাফিনহা। কিন্তু ম্যান ইউ গোলকিপারের নাগাল এড়িয়ে সেই বল সোজা গোলে ঢুকে যায়। ২৪ ফেব্রুয়ারি ম্যান ইউনাইটেডের ঘরের মাঠে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
For all the latest Sports News Click Here