বিমানের ইকোনমি ক্লাসে দীপিকা! ভক্তদের ডাকে চুপ থাকলেন অভিনেত্রী
সম্প্রতি একটি বিমানের ইকোনমি ক্লাসে দেখা গেল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। কিন্তু একি! ভক্তের ডাকে সাড়া দিলেন না বলি তারকা! এক ভক্ত তাঁর সেই ভিডিয়ো বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায় তাঁকে এক বিমান সেবিকা পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাভাবিক ভাবেই পছন্দের তারকাকে কাছে দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু তাতে মোটেই পাত্তা দেন না দীপিকা।
ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রী মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন। তাঁকে অনেকেই হাই, হ্যালো করলেও তিনি কাউকেই প্রত্যুত্তর দেন না। চুপচাপ হেঁটে চলে যান। সে না হয় অভিনেত্রী উত্তর দিলেন না, কিন্তু ছবি তুলতে তো আর মানা নেই! আর আজকাল যখন সবার হাতেই ক্যামেরা আছে…!
বহু ভক্তই তাঁর ভিডিয়ো বানান। সেখানে তাঁকে তাঁর বডিগার্ডের সঙ্গে হেঁটে যেতে দেখা যায়। অভিনেত্রীর এক ফ্যান ক্লাব এমনই এক ভিডিয়ো পোস্ট করে টুইটারে। সেখানে অভিনেত্রীকে একটি কমলা এবং নীলের মিশেলে জ্যাকেট এবং ম্যাচ করা টুপি পরে থাকতে দেখা যায়। সঙ্গে তিনি রোদ চশমাও পরেছিলেন। এই ভিডিয়োতেই দেখা যায় এক ভক্ত তাঁকে ‘হাই দীপিকা’ বললেও অভিনেত্রী তাতে কোনও উচ্চবাচ্য করেন না।
সম্প্রতি অভিনেত্রীকে শাহরুখ খানের সঙ্গে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সেখানে তাঁরা ৮২ই লাইন অব কসমেটিকসের নানা প্রোডাক্ট ব্যবহার করে দেখছিলেন। সেই ভিডিয়ো খোদ অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এছাড়া তাঁকে শাহরুখের ছোট ছেলে আব্রামের সঙ্গে বেশরম রং গানে ভিডিয়ো বানাতেও দেখা গিয়েছে সম্প্রতি। সেই ভিডিয়ো যশ রাজ ফিল্মসের তরফে প্রকাশ্যে আনা হয়।
গতমাসের ২৫ তারিখ মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান। এখানে অভিনেত্রীকে মূল মহিলা চরিত্রে দেখা গিয়েছে। যদিও গল্প আবর্তিত হয়েছে নাম ভূমিকায় থাকা শাহরুখ খানকে ঘিরেই। ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাও ছিলেন তাঁদের সঙ্গে এই ছবিতে। বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে এই ছবি।
For all the latest entertainment News Click Here