পৃথ্বীর গাড়িতে বেসবল ব্যাট দিয়ে হামলা, মহিলাকে গ্রেফতার, ৭ জনের নামে FIR-এ
পৃথ্বী শ’কে আক্রমণের অভিযোগে স্বপ্না গিলকে গ্রেফতার করল পুলিশ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তাঁকে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়েছে। সেইসঙ্গে আরও সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওশিওয়ারা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম হল স্বপ্না গিল। তাঁকে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার অনিল পরাসকর জানিয়েছেন, বাকিদের গ্রেফতার করতে তল্লাশি চলছে।
অভিযোগপত্র অনুযায়ী, বন্ধুদের সঙ্গে সান্তাক্রুজের একটি পাঁচতারা হোটেলে নৈশভোজ করতে গিয়েছিলেন পৃথ্বী। সেইসময় অচেনা ব্যক্তি তাঁদের টেবিলে চলে আসেন এবং সেলফির জন্য জোরাজুরি করতে শুরু করেন। প্রাথমিকভাবে দু’জনের সঙ্গে সেলফি তোলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে ফিরে আসেন ওই দলের একাধিক সদস্য। তাঁরা ফের সেলফি তোলার দাবি করতে থাকেন। তাতে এবার সেলফি তুলতে অস্বীকার করেন পৃথ্বী। তিনি বলেন যে বন্ধুদের সঙ্গে খেতে এসেছেন। তাই বারবার কেউ বিব্রত করুক, সেটা মোটেও চান না।
কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ ওঠে। অভিযোগপত্রে জানানো হয়েছে, সেই পরিস্থিতিতে বিরক্ত হয়ে হোটেলের ম্যানেজারকে ডাকেন পৃথ্বীর বন্ধুরা এবং পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তারপর অভিযুক্তদের হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Prithvi Shaw’s friend car ‘attacked’: দ্বিতীয়বার সেলফি তুলতে চাননি পৃথ্বী, খেপে গিয়ে বন্ধুর গাড়িতে ‘হামলা’ কয়েকজনের!
অভিযোগপত্রে জানানো হয়েছে, সেই পরিস্থিতিতে বিরক্ত হয়ে হোটেলের ম্যানেজারকে ডাকেন পৃথ্বীর বন্ধুরা এবং পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সেই পরিস্থিতিতে অভিযুক্তদের হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ম্যানেজার। তারপর অভিযুক্তরা হোটেলের বাইরে দাঁড়িয়েছিলেন এবং বেসবল ব্যাট নিয়ে পৃথ্বীদের গাড়ির সামনের ও পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
শুধু তাই নয়, অভিযোগপত্রে আরও জানানো হয়েছে যে একটি পেট্রোল পাম্পের সামনে তাঁদের ফের আটকে দেন এক মহিলা। গাড়ির কাছে এসে গালিগালাজ করছিলেন। ৫০,০০০ হাজার দাবি করেন মহিলা। নাহলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন পৃথ্বীরা। আটজনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here