ঝগড়া ভুলে খারাপ সময়ে পাশে শার্লিন, চুমু খেয়ে রাখি বললেন ‘ক্ষমা করে দিও…’
বেশকিছুদিন আগে পর্যন্ত সম্পর্ক তিক্ততায় গড়িয়েছিল। একে অপরের বিরুদ্ধে দায়ের করেছিলেন FIR। তবে পুরনো তিক্ততা ভুলে একে অপরের বিরুদ্ধে ফের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শার্লিন চোপড়া। স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে লড়াইয়ে রাখির পাশে দাঁড়িয়েছেন শার্লিন। প্রসঙ্গত এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রাখির স্বামী আদিল।
এদিন সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই শার্লিনের কাছে ক্ষমা চেয়ে নেন রাখি সাওয়ান্ত। শার্লিনকে জড়িয়ে ধরে রাখি। বলেন, ‘শার্লিন আমার অনেক পুরনো বন্ধু, মানছি আমাদের মধ্যে মাঝে তিক্ততা তৈরি হয়েছিল। তবে আমি আমার বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ একথা বলার পরই শার্লিনকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা গেল রাখিকে। তাঁকে বোন বলায় শার্লিন মজা করে রাখিকে প্রশ্ন করেন, ‘ছোট বোন নাকি বড় বোন? ছোট বোন তো?’ রাখি বলেন সমবয়সী।
শার্লিন বলেন, ‘কিছুদিন আগে রাখি আমায় বলেন, উনি খুশি নন। আমি বললাম, আপনি স্বপ্নের রাজপুত্র পেয়েছেন, তাহলে অখুশি কেন? তারপরই জানতে পারি, আসলে সেই রাজপুত্র সবথেকে বড় প্রতারক। যে মানুষকে বোকা বানায়, প্রতারণা করে। রাখির মুখে শুনলাম, কিছুদিন আগে মহীশূরের একজন ইরানি মেয়ে ওর ফাঁদে পড়েছিল, যাঁর উপর আদিল যৌন নির্যাতন চালায়। শুনে আমায় গায়ের লোম খাড়া হয়ে যায়।’
প্রসঙ্গত স্বামী আদিল খান দুরানিরবিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাখি, অভিযোগ, সম্মতি ছাড়াই রাখির টাকা তিনি নিয়েছেন, যৌতুকের জন্যও তাঁকে হেনস্থা করা হচ্ছে,পাশাপাশি গার্হস্থ্য হিংসারও অভিযোগ এনেছেন রাখি। আদিলের বিরুদ্ধে টাকা ও গয়না লুটের অভিযোগ দায়ের এনে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর দায়ের করেন তিনি।
রাখি ইরানের যে মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ এনেছিলেন, সেই মহিলাও রাখির স্বামী আদিলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৪১৭(প্রতারণা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (প্রাণনাশেরহুমকি) ধারায় আদিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ইরানের ওই মহিলার অভিযোগ, তাঁর সঙ্গে যখন আলাপ হয়, তখন আদিল রেস্তোরাঁ চালাতেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর তাঁর সঙ্গে সহবাস করেন আদিল। পরে বিয়ে করতে অস্বীকার করেন, এমনকি প্রাণনাশের হুমকি দেন। এদিকে ইতিমধ্যে গ্রেফাতারের পর বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন আদিল খান দুরানি।
For all the latest entertainment News Click Here