বেঙ্গালুরুর কাছে ISL 2022-23-এ প্রথম হার মুম্বইয়ের,সুনীলরা চাপে ফেললেন ATKMB-কেও
এ বারের আইএসএলে অবশেষে মুম্বই সিটি এফসি-র অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল। বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে মুখ থুবড়ে পড়ল মুম্বই। বেঙ্গালুরু এফসি-র কাছে তারা ১-২ হারল।
২০২২-২৩ আইএসএলে প্রথম ১৮টি ম্যাচে টানা অপরাজিত ছিল মুম্বই। এই ১৮ ম্যাচের মধ্যে তারা জিতেছিল ১৪টিতে। ৪ ম্যাচ ড্র করেছিল। এটি আইএসএলের ইতিহাসে কোনও দলের করা সর্বকালের সেরা পারফরম্যান্স। ১৯তম ম্যাচে এসে শেষ পর্যন্ত হার মানতে হল মুম্বইকে।
এই জয়ের সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু নক আউটে যাওয়ার জন্য নিজেদের পায়ের তলার জমি শক্তি করল। এটিকে মোহনবাগানকে ছাপিয়ে তারা উঠে এল ৪ নম্বরে। পাঁচে নেমে গেল জুয়ান ফেরান্দোর টিম। বাগানের প্রথম ছয়ে থাকাটা আরও চাপের হয়ে গেল। পরের দুই ম্যাচ না জিতলে, কপালে দুঃখ থাকবে সবুজ-মেরুন ব্রিগেডের।
আরও পড়ুন: চোট পাওয়া প্লেয়ারদের নিয়ে আলাদা দল হয়ে যাবে- ম্যাচ হেরেই ভাঙা রেকর্ড ATKMB কোচের
১৯ ম্যাচে ৩১ পয়েন্ট হয়ে গেল বেঙ্গালুরুর। সেখানে এটিকে মোহনবাগানের ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট। তিনে থাকা কেরালা ব্লাস্টার্সের আবার ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট। ছয়ে থাকা গোয়ার ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট। সাতে থাকা ওড়িশা এফসি-রও ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট। এই পাঁচ দলের মধ্যে যে কোনও চারটি দল প্রথম ছয়ে শেষ করবে।
এ দিকে মুম্বই সিটি এফসি এ দিনের ম্যাচ হারলেও তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে। তাদের আর কেউ ছুঁতে পারবে না। তারা ইতিমধ্যে আইএসএলের লিগশিল্ড জিতে ফেলেছে। এ ছাড়া লিগ তালিকার দুইয়ে থাকা হায়দরাবাদও ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে নিজেদের সুরক্ষিত করে ফেলেছে। তাদেরও দুই নম্বর স্থান থেকে কেউ সরাতে পারবে না। মুম্বই এবং হায়দরাবাদ সরাসরি সেমিফাইনাল খেলবে।
আরও পড়ুন: ওগবেচের গোলে হার, ATKMB-র লড়াই কঠিন হল, দু’নম্বর জায়গা নিশ্চিত করল হায়দরাবাদ
বুধবারের ম্যাচে সুনীল ছেত্রী নতুন বছরে প্রথম বার একাদশে জায়গা পেলেন। বেঙ্গালুরু এফসির হয়ে নতুন বছরের প্রথম ম্যাচে খেলতে নেমেই তিনি বাজিমাত করলেন। রয় কৃষ্ণ কার্ডসমস্যার কারণে খেলতে না পারায়, সুনীলকে একাদশে রাখা হয়েছিল। আরএ দিনের ম্যাচে সুনীলই প্রথম গোলের মুখ খোলেন।
যদিও ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সুনীলের দুরন্ত গোলেই এগিয়ে যায় বেঙ্গালুরু। ৫৭ মিনিটে জাভি হার্নান্ডেজের থেকে বল পেয়ে বেঙ্গালুরুকে এগিয়ে গেন সুনীল। ৭০ মিনিটে ফের বেঙ্গালুরুর গোল। এ বার জাভি নিজেই ২-০ করেন। তবে ৭৭ মিনিটে মোর্তাদা ফল ১-২ করলেও, সমতা ফেরাতে পারেনি মুম্বই। এ বারের আইএসএলে অবশেষে প্রথম ম্যাচ হারল মুম্বই সিটি এফসি।
For all the latest Sports News Click Here