১০০তম টেস্ট খেলবেন পূজারা, ‘সহনশীলতার প্রতিফলন’ বললেন দ্রাবিড়
শুভব্রত মুখার্জি: শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই মুহূর্তে টেস্ট সিরিজে ১-০ ফলে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এই টেস্ট ভারতীয় দলের তিন নম্বর পজিশনে খেলা তারকা ব্যাটার চেতেশ্বর পূজারার মাইলফলক টেস্ট হতে চলেছে। এটি পূজারার কেরিয়ারের ১০০তম টেস্ট। ১৩তম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে চলেছেন। আর এমন আবহেই চেতেশ্বর পূজারার এই নজিরকে কুর্ণিশ জানালেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে এই মাইলফলক বুঝিয়ে দেয় চেতেশ্বর পূজারার সহনশীলতা এবং দীর্ঘায়ুকে।
দীর্ঘ সময় ধরে সাফল্য এবং ব্যর্থতাকে সামলানো বলে দেয় কতটা কঠিন মানসিকতার খেলোয়াড় চেতেশ্বর পূজারা। উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড়ের দ্বিতীয় সর্বাধিক টেস্ট খেলার নজির রয়েছে। তিনি ১৬৪টি ম্যাচ খেলেছিলেন ভারতের হয়ে। তাঁর মতে দেশের হয়ে ১০০টি টেস্ট খেলা যে কেনও ক্রিকেটারের কাছে অনেক বড় ব্যাপার। ৩৫ বছর বয়সি পূজারা দীর্ঘ ১৩ বছর ধরে ক্রিকেট খেলছেন। তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন ৭০০০ রান। করেছেন ১৯টি শতরানও।
পূজারার এই মাইলফলক সম্বন্ধে বলতে গিয়ে দ্রাবিড় বলেছেন, ‘যে কোনও ক্রিকেটারের কাছে এটা বড় পাওনা। হ্যাঁ আমি নিশ্চিত এটার জন্য ট্যালেন্ট অবশ্যই দরকার। এতে পূজারার সহনশীলতার প্রতিফলন পড়েছে। পাশাপাশি আরও অনেক কিছু এর সঙ্গে রয়েছে। যেমন ফিটনেস। সাফল্য এবং ব্যর্থতাকে হ্যান্ডেল করার ক্ষমতা। ১০০টা টেস্ট তুমি খেলেছ মানে এটা হতেই পারে না যে তুমি উত্থান পতন দেখনি। এটা করতে গেলে অনেক বাধা পেরতে হয়। অনেক কষ্ট সহ্য করতে হয়। বিভিন্ন ধরনের বোলিং খেলতে হয়। তোমাকে পারফরম্যান্সের মধ্যে দিয়ে অনেক কিছুর উত্তর দিতে হয়। ১০০টা টেস্ট খেলতে কমপক্ষে ১০টা বছর সময় লাগে। ও তো ১৩-১৪ বছর খেলেছে। এটা ওর স্কিলের প্রতি একটা আলাদা সম্মান। পাশাপাশি অনেক কিছুকে সহ্য করেই ওকে এই জায়গায় পৌঁছতে হয়েছে।’
For all the latest Sports News Click Here