Ranji Trophy: খেতাবি লড়াইয়ের আগে দেখুন কোন পথে রঞ্জি ট্রফির ফাইনালে ওঠেন মনোজরা
গ্রুপ লিগের মাত্র ১টি ম্যাচে হারের মুখ দেখতে হয় বাংলাকে। তাও একেবারে শেষ লিগ ম্যাচে। এছাড়া চলতি রঞ্জি ট্রফিতে বাংলা দাপট দেখায় আগাগোড়া। দেখে নেওয়া যাক কোন পথে রঞ্জি ট্রফির ফাইনালে উঠলেন মনোজ তিওয়ারিরা।
বাংলা বনাম উত্তরপ্রদেশ (গ্রুপের প্রথম ম্যাচ): ইডেনে রঞ্জির প্রথম লিগ ম্যাচে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দেয় বাংলা।
উত্তরপ্রদেশের প্রথম ইনিংস: ১৯৮
বাংলার প্রথম ইনিংস: ১৬৯
উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংস: ২২৭
বাংলার দ্বিতীয় ইনিংস: ৪ উইকেটে ২৫৯
বাংলা বনাম হিমাচলপ্রদেশ (গ্রুপের দ্বিতীয় ম্যাচ): ইডেনে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচ ড্র করে বাংলা। তবে প্রথম ইনিংসে লিড নিয়ে মাঠ ছাড়েন মনোজরা।
বাংলার প্রথম ইনিংস: ৩১০
হিমাচলপ্রদেশের প্রথম ইনিংস: ১৩০
বাংলার দ্বিতীয় ইনিংস: ৫ উইকেটে ২৯১ ডিক্লেয়ার
হিমাচলপ্রদেশের দ্বিতীয় ইনিংস: ৪ উইকেটে ৩৪৮
বাংলা বনাম নাগাল্যান্ড (গ্রুপের তৃতীয় ম্যাচ): সোভিমায় নাগাল্যান্ডকে এক ইনিংস ও ১৬১ রানে হারিয়ে দেয় বাংলা।
নাগাল্যান্ডের প্রথম ইনিংস: ১৬৬
বাংলার প্রথম ইনিংস: ৪ উইকেটে ৪৫০ ডিক্লেয়ার
নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস: ১২৩
বাংলা বনাম উত্তরাখণ্ড (গ্রুপের চতুর্থ ম্যাচ): দেরাদুনে উত্তরাখণ্ডের সঙ্গে ম্যাচ ড্র করে বাংলা। তবে মনোজরা প্রথম ইনিংসে লিড নিয়ে মাঠ ছাড়েন।
বাংলার প্রথম ইনিংস: ৩৮৭
উত্তরাখণ্ডের প্রথম ইনিংস: ২৭২
বাংলার দ্বিতীয় ইনিংস: ৭ উইকেটে ২০৬ ডিক্লেয়ার
উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংস: বিনা উইকেটে৬৯
আরও পড়ুন:- ৩৩ বছরের খরা কাটিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলা? কোন চ্যানেলে দেখবেন ম্যাচ? চোখ রাখুন সম্ভাব্য একাদশে
বাংলা বনাম বরোদা (গ্রুপের পঞ্চম ম্যাচ): কল্যাণীতে বরোদাকে ৭ উইকেটে পরাজিত করে বাংলা।
বরোদার প্রথম ইনিংস: ২৬৯
বাংলার প্রথম ইনিংস: ১৯১
বরোদার দ্বিতীয় ইনিংস: ৯৮
বাংলার দ্বিতীয় ইনিংস: ৩ উইকেটে ১৭৯
বাংলা বনাম হরিয়ানা (গ্রুপের ষষ্ঠ ম্যাচ): রোহতকে হরিয়ানাকে এক ইনিংস ও ৫০ রানে হারিয়ে দেয় বাংলা।
বাংলার প্রথম ইনিংস: ৪১৯
হরিয়ানার প্রথম ইনিংস: ১৬৩
হরিয়ানার দ্বিতীয় ইনিংস: ২০৬ (ফলো-অন)
বাংলা বনাম ওড়িশা (গ্রুপের সপ্তম ম্যাচ): ইডেনে ওড়িশার কাছে গ্রুপের সপ্তম তথা শেষ ম্যাচে ৭ উইকেটে পরাজিত হয় বাংলা।
ওড়িশার প্রথম ইনিংস: ২৬৫
বাংলার প্রথম ইনিংস: ১০০
বাংলার দ্বিতীয় ইনিংস: ২৭৬ (ফলো-অন)
ওড়িশার দ্বিতীয় ইনিংস: ৩ উইকেটে ১১২
আরও পড়ুন:- BENG vs SAU Ranji Trophy Final: রঞ্জি ফাইনালে মনোজদের মন্ত্র, ‘বদলা নয়, বদল চাই’
বাংলা বনাম ঝাড়খণ্ড (কোয়ার্টার ফাইনাল ম্যাচ): ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে দেয় বাংলা।
ঝাড়খণ্ডের প্রথম ইনিংস: ১৭৩
বাংলার প্রথম ইনিংস: ৩২৮
ঝাড়খণ্ডের দ্বিতীয় ইনিংস: ২২১
বাংলার দ্বিতীয় ইনিংস: ১ উইকেটে ৬৯
বাংলা বনাম মধ্যপ্রদেশ (সেমিফাইনাল ম্যাচ): ইন্দোরে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে পরাজিত করে বাংলা।
বাংলার প্রথম ইনিংস: ৪৩৮
মধ্যপ্রদেশের প্রথম ইনিংস: ১৭০
বাংলার দ্বিতীয় ইনিংস: ২৭৯
মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস: ২৪১
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here