প্রেম দিবসেই পরিণয়ের ঘোষণা, কবে বিয়ের পিঁড়িতে বসছেন বিগ বস ১৬ খ্যাত সৃজিতা?
চারদিকে আজ কেবলই ভালোবাসার রং। ভালোবাসার মরশুমে আর কীই বা হবে! আর এই ভালোবাসার জোয়ারে গা ভাসিয়ে একটি দারুণ খবর প্রকাশ্যে আনলেন বিগ বস ১৬ খ্যাত অভিনেত্রী সৃজিতা দে। জানালেন এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তাঁর প্রেমিক মাইকেল ব্লম পাপের সঙ্গে ১ জুলাই গাঁটছড়া বাঁধবেন তিনি। জার্মানিতেই বসবে তাঁদের বিয়ের আসর। তারপর অক্টোবর বা নভেম্বরে দেশে বাঙালি মতে গাঁটছড়া বাঁধবেন তাঁরা।
সৃজিতা তাঁর বিয়ের খবর জানিয়ে বলেন, ‘এটা কোনও ফিউশন বিয়ে হবে না। প্রথমে সমস্ত নিয়ম নীতি মেনে জার্মান মতে বিয়ে করব আমরা। তারপর বাঙালি মতে বিয়ে হবে। আর সেটা ভারতেই অনুষ্ঠিত হবে। হয় গোয়ায় হবে সেই অনুষ্ঠান নইলে কলকাতায়। কিন্তু কোথায় হবে সেটা এখনও ঠিক হয়নি। তবে জার্মান মতে বিয়েটা জার্মানিতেই হবে এটা নিশ্চিত।’
পাপে আইফেল টাওয়ারের সামনে হাঁটু গেঁড়ে বসে একদম ফিল্মি কায়দায় তাঁকে প্রপোজ করেন গত বছরের জানুয়ারি মাসে। ২০১৯ সালে তাঁদের আলাপ হয়। এর একমাসের মধ্যেই তাঁরা প্রথম ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে কাটান।
তাঁদের প্রথম ভ্যালেন্টাইন ডের স্মৃতি মনে করে অভিনেত্রী বলেন, ‘আমরা কেউই ঠিক করেছিলাম না যে একে অন্যকে কী উপহার দেব। শেষ পর্যন্ত আমি ওকে একটা টুপি দিয়েছিলাম। সেই টুপি আজ পর্যন্ত ও পরেনি।’ প্রেমিকার অভিযোগের উত্তরে মাইকেল বলেন, ‘ কিন্তু সেটা এখনও আমার সঙ্গেই আছে।’
বিগ বস ১৬ খ্যাত অভিনেত্রী তাঁর এই সম্পর্কের বিষয়ে বলেন, ‘মাইকেল আমার জীবনে স্থিরতা এনেছে।’ অন্যদিকে মাইকেল বলেন, সৃজিতা তাঁকে জীবনকে ইতিবাচক ভাবে দেখতে শিখিয়েছে। প্রায় চার বছর প্রেম করার পর তাঁরা তাঁদের বিয়ের দিন ঘোষণা করলেন।
For all the latest entertainment News Click Here