কেকের শেষ গানেই তাঁকে শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পেল লস্ট ছবির নতুন গান ‘মন রে’
লস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। সেই ছবিটির একটি গান হল মন রে। কেকের গাওয়া শেষ গান হল এটি। গত বছরের ৩১ মে কলকাতার একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসে অসুস্থ হয়ে পড়েন গায়ক। এরপর কার্ডিয়াক অ্যারেস্টে সেই রাতেই তাঁর মৃত্যু হয়। লস্ট ছবির নতুন গান কেকের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। এই গানে কেকের এই গানটি রেকর্ড করার কিছু মুহূর্তকেও রাখা হয়েছে।
ভিডিয়োটির শুরু হয় একটি শ্রদ্ধার্ঘ্য দিয়ে। সেখানে লেখা থাকে, ‘তোমায় মিস করি কেকে।’ এই গানটি কম্পোজ করেছেন শান্তনু মৈত্র। লিখেছেন স্বানন্দ কিরকিরে। অনিরুদ্ধ রয় চৌধুরী পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় ইয়ামি গৌতমকে দেখা যাবে। এই ছবিতে ইয়ামি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া তাঁর সঙ্গে পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালাম, পিয়া বাজপেয়ী, তুষার পাণ্ডে, প্রমুখকে দেখা যাবে।
এই ছবির গল্প আবর্তিত হবে একজন থিয়েটার অ্যাক্টিভিস্টের নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে। এই যুবকের চরিত্রে অভিনয় করবেন তুষার। ইয়ামি এই কেসের সঙ্গে জড়িয়ে পড়েন, সত্য সামনে তুলতে আনতে চান।
গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের থেকে দারুণ সাড়া পায়। সকলেই সেখানে কেকের স্মৃতির উদ্দেশে নানা কথা লেখেন। এক ব্যক্তি লেখেন, ‘আপনি চিরকাল আমাদের মনে থেকে যাবেন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আমি কখনই ওঁর ম্যাজিকাল ভয়েসটা ভুলতে পারব না। আমি মিস করি তাঁকে।’আরেক ব্যক্তির মতে, ‘লেজেন্ডদের মৃত্যু হয় না।’
গত সপ্তাহে শান্তনু এই গান রেকর্ড করার সময়ের কিছু বিহাইন্ড দ্য সিন দৃশ্যের ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘লস্ট ছবিতে কাজ করার সময়ে আমরা স্টুডিওতে যে মজা করতাম তার কিছু দৃশ্য রইল কেকে ভক্তদের জন্য।’
লস্ট ছবিটির গল্প লিখেছেন শ্যামল সেনগুপ্ত এবং রীতেশ শাহ। গত বছরের সেপ্টেম্বর মাসে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার এই ছবিটি প্রদর্শিত হয়েছিল। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এটিকে জি ফাইভে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here