সৌভাগ্যবশত ওঁর মতন বোলিং পার্টনার পেয়েছি- জাদেজার প্রশংসায় অশ্বিন
শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন ভারতের স্পিন বোলিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। সময়ের সঙ্গে সঙ্গে বারবার বদলেছে তাঁর বোলিং পার্টনার। তবে গত এক দশক ধরে তাঁর সঙ্গে বিশেষত টেস্টে জুটি বেঁধে বিপক্ষকে শাসন করেছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোট সারিয়ে দীর্ঘদিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ফের দুরন্ত পারফরমেন্স করেছেন জাদেজা। বল এবং ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স করেছেন তিনি। ম্যাচ শেষে তাঁর বোলিং পার্টনারকে ভূয়সি প্রশংসায় ভরিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন তিনি সৌভাগ্যবান যে জাদেজার মতন একজন বোলিং পার্টনারকে পেয়েছেন তিনি।
আরও পড়ুন… রোহিতের অবিশ্বাস্য নক দীর্ঘ সময় ধরে মনে থাকবে- হিটম্যানের পারফরমেন্সে মুগ্ধ কোহলির কোচ
নাগপুরে প্রথম টেস্টে অজিদের ১৩২ রানে হারিয়ে দিয়েছে ভারত। দীর্ঘদিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অনবদ্য পারফরম্যান্স করেছেন জাদেজা। প্রথম ইনিংসে বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন দুটি উইকেট। ভারতের হয়ে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৭০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন তিনি। প্রথমে রোহিত শর্মা এবং পরবর্তীতে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন নেন পাঁচটি উইকেট নেন। ফলে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া দল।
আরও পড়ুন… একবারই ব্যাট করবে ভারত, মার্ক ওয়াকে বলেছিলেন কার্তিক, কথা মিলতেই মনে করালেন
ম্যাচ শেষে অশ্বিন জানান, ‘যদি এটা বলি আমি জাড্ডুর(জাদেজা) থেকে খুব বড় সাহায্য পেয়েছি তাহলেও সেটা কম বলা হয়ে যাবে। ও অনবদ্য ফর্মে রয়েছে। শেষ তিন বছরে যেভাবে ও ব্যাটিং এবং বোলিং করেছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার কোন প্রয়োজন নেই। আমাদের এটাও আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে ও ফিল্ডে কত তাড়াতাড়ি মুভ করতে পারে,অত ভালো ফিল্ডিং করে। দলের জন্য ও একজন অনবদ্য ক্রিকেটার।’
তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় ধন্যবাদ জানাই, খুব সৌভাগ্যবান যে ওঁর মতন একজন বোলিং পার্টনার পেয়েছি। অক্ষরও কোন একজন সাধারণ বোলার নয়। ফলে এটা বলতেই পারি যে আমাদের হাতে খুব ভালো স্পিনারদের একটা সেট রয়েছে। আমরা সকলেই ব্যাটটাও করতে পারি।’ উল্লেখ্য ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অশ্বিন। তিনি মোট ৭৯ রান দিয়ে নিয়েছেন ৮টি উইকেট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here