রবিবারও সাহায্য করত NCA-র কর্মীরা- সফল প্রত্যাবর্তনের পর জাদেজার গলায় কৃতজ্ঞতা
চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেই রবীন্দ্র জাদেজার আন্তর্জাতিক ক্রিকেটে ফের আগুনে মেজাজে ধরা দিয়েছেন। প্রায় ৫ মাস ২২ গজ থেকে দূরে থাকার পর জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই বল এবং ব্যাট হাতে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করেন। এমন কী তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে তিনি ম্যাচের সেরাও নির্বাচিত হন।
জাদেজা এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন। পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ৯টি চারের সাহায্যে ব্যাট হাতে ৭০ রান করেছেন। এক কথায়, চোট সারিয়ে পুরনো মেজাজে ধরা দিয়েছেন জাড্ডু।
আরও পড়ুন: ভারতে খেলতে হলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে- ঘুরিয়ে অজি ব্যাটারদের কটাক্ষ রোহিতের
ম্যাচের পর জাদেজা তাঁর পারফরম্যান্স এবং দীর্ঘদিন পর তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, ‘আমার ভালো লাগছে। আপনি যখন পাঁচ মাস পর ক্রিকেটে ফেরেন এবং নিজের ১০০ শতাংশ দিয়ে সাফল্য পান, তখন ভালো লাগে। রান করা এবং উইকেট নেওয়া সবই দারুণ লেগেছে। আমি এনসিএতে কঠোর পরিশ্রম করেছিলাম। এনসিএ কর্মী, ফিজিদের ধন্যবাদ জানাতে চাই। ওরা রবিবারও আমার সঙ্গে কাজ করেছে।’
৩৪ বছরের তারকা অলরাউন্ডার বলেছেন যে, তিনি স্টাম্পে বল করতে চেয়েছিলেন। এবং নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ ভাবেই পারফরম্যান্স করতে চেয়েছিলেন। জাদেজা প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান।
আরও পড়ুন: হাতে মলম লাগানোর জন্য জাদেজাকে শাস্তি, জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট দিল ICC
জাদেজা বলছিলেন, ‘ভালো জায়গায় বল করতে চেয়েছিলাম। বল ঘুরছিল, কখনও সোজা যাচ্ছিল, কখনও নীচু হয়ে যাচ্ছিল। স্টাম্পে বল করতে গিয়ে নিজেকেই বলতাম- ওরা ভুল করলে, আমার সুযোগ আছে। আমি বিষয়টি সহজ রাখার চেষ্টা করেছি। আমি আমার ব্যাটিংয়ে কিছু পরিবর্তন করতে চাই না। ৫,৬ এবং ৭ নম্বরে ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। ’
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর পর ভারত প্রথম ইনিংসে ৪০০ রান করে এবং ২২৩ রানের বিশাল লিড পায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৩২.৩ ওভারে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় এবং ভারতের প্রথম ইনিংসের লিডও তারা টপকাতে পারেনি। এবং ম্যাচটি ভারত এক ইনিংস এবং ১৩২ রানে জিতে যায়।
For all the latest Sports News Click Here