আমি অবশ্যই IPL-এ খেলার সুযোগ পাব- গম্ভীরকে জবাব দিলেন শানাকা
আসলে আইপিএল ২০২২-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা অবিক্রিত থেকে গিয়েছেন। কারণ কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর ওপর বাজি ধরতে চায়নি। এরপর জানুয়ারিতে যখন শ্রীলঙ্কা দল ভারত সফরে আসে, তখন এই খেলোয়াড় ব্যাক টু ব্যাক দ্রুত ইনিংস খেলে সকলকে চমকে দেন। শানাকার বিস্ফোরক ব্যাটিং দেখে গৌতম গম্ভীর বলেছিলেন যে যদি আইপিএল নিলাম হয় তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে শানাকাকে কেনার জন্য টাকাও অবশিষ্ট থাকবে না। এবার গম্ভীরের এই বক্তব্যের জবাব দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
আরও পড়ুন… নেপাল দলে ফিরতে চলেছেন ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার সন্দীপ লামিচানে!
আসলে দাসুন শানাকা ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআইতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন এবং ৮৮ বলে ১২টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে অপরাজিত ১০৮ রান করেছিলেন। এছাড়া পুনেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ২২ বলে ৫৬ রান করেন তিনি। একই সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতেও ২৭ বলে ৪৫ রান করেছিলেন। তার ইনিংস দেখে গৌতম গম্ভীর বলেছিলেন যে এখন যদি আইপিএল নিলাম হত তবে শানাকা খুব ব্যয়বহুল দর পেতেন।
এবার আইপিএলে অংশগ্রহণ নিয়ে বড়সড় বক্তব্য দিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে তিনি বলেন যখন ভারতের কথা আসে, তখন এখানকার পিচগুলো ব্যাটিং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। সেই কারণেই তিনি এখানকার কন্ডিশনে ব্যাটিং উপভোগ করেন। নিজের খেলায় আগ্রাসন দেখান। হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথোপকথনের সময়ে দাসুন শানাকা বলেছেন, ‘যখন ভারতের কথা আসে তখন সেখানকার পিচগুলো ব্যাটিংয়ের জন্য সহায়ক। তাই এমন কন্ডিশনে ব্যাট করাটা অনেক মজার। আমার খেলায় আগ্রাসন সবসময়ই ছিল।’
আরও পড়ুন… IND vs AUS: ধোনি-কোহলি কেউ পারেননি, নাগপুর টেস্টে সেঞ্চুরি করে বিরল রেকর্ড রোহিতের
শানাকা আরও জানিয়েছিলেন যে তিনি আইপিএলে নির্বাচিত হয়নি তাতে তাঁর কিছু যায় আসে না। তিনি নিশ্চিত যে ভবিষ্যতে তিনি অবশ্যই ভারতে খেলার সুযোগ পাবেন। তাই তিনি আইপিএলে খেলার সুযোগ খুঁজছেন। তিনি বলেন, ‘আমি আইপিএলে নির্বাচিত হইনি তাতে আমার কিছু যায় আসে না। আমি নিশ্চিত যে ভবিষ্যতে ভারতে আমার জন্য অবশ্যই কিছু হবে। তাই আমি আশা করি সামনের সময়ে আমি অবশ্যই আইপিএল খেলার সুযোগ পাব।’
দাসুন শানাকা জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ২৭ বলে ৪৫ রান করেছিলেন। এখানে শ্রীলঙ্কা ম্যাচ হেরেছিল মাত্র ২ রানে। এরপর পরের ম্যাচে ২২ বলে ৫৬ রান করে দলকে জিতিয়েছিলেন তিনি। এই ম্যাচেও একই ওভারে দুই উইকেট নেন দাসুন। শানাকার এই পারফরম্যান্সের পর গৌতম গম্ভীর বলেছিলেন যে টি-টোয়েন্টি সিরিজে শানাকা যেভাবে ব্যাটিং করেছেন, যদি এই সময়ে আইপিএল- নিলাম অনুষ্ঠিত হত তাহলে তাঁকে খুব দামে বিক্রি করা হত। গম্ভীর বলেছিলেন, ‘ভাবুন যদি এই সিরিজটি আইপিএল নিলামের আগে হতো তাহলে কী হতো? কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে শানাকাকে কেনার জন্য টাকাও থাকত না হয়তো।’
আইপিএলে খেলে বড় সাড়া দিতে চেয়েছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। তিনি বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী যে একদিন তিনি অবশ্যই আইপিএলে খেলার সুযোগ পাবেন। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা আইপিএল ২০২৩-এর মিনি নিলামে তিনি অবিক্রিত রয়ে গেছেন। শানাকার ভিত্তিমূল্য ছিল মাত্র ৫০ লক্ষ টাকা কিন্তু কেউই তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে এর পর ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলকেই ভুল প্রমাণ করেছেন শানাকা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here