শাহরুখের হাতে উজ্জ্বল নীল ঘড়ি, দাম শুনলে নিশ্চিত আঁতকে উঠবেন…
সকাল বেলা ঘুম থেকে উঠেই স্নানঘরে হাজির দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। কিং খানকে রূপচর্চার পাঠ পড়ালেন দিপ্পি। শেখালে সর্বপ্রথম ক্লিনজিং মাস্ট। তারপর ধীরে ধীরে ত্বকের যত্ন নেওয়ার পরবর্তী ধাপ দেখান দীপিকা। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল শাহরুখ-দীপিকার এমনই একটি ভিডিয়ো। ‘পাঠান’ ছবির প্রচারের ফাঁকেই এই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে। সেখানে উঠে এসেছে দীপিকার নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডে 82°E-এর প্রচার। যদিও সেখানে দীপিকার রূপটান টিপসের পাশপাশি নজর কেড়েছে শাহরুখ খানের হাতে থাকা নীল রঙের ঘড়ি।
শাহরুখের হাতে থাকা নীল ঘড়িটির কথা উঠে আসে একটি বেনামী ফ্যাশন ব্লগিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডায়েট সব্য’-তে। বহু অনুরাগীই কিং খানের ওই ঘড়িটি সম্পর্কে জানতে চান। জানা যায়, শাহরুখের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হল রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি। ‘ডায়েট সব্য’-র দেওয়া তথ্য অনুসারে ঘড়িটির দাম ৪.৯৮ কোটি টাকা। শুনেই চোখ কপালে উঠল তো? ভাবছেন এমন ঘড়ি কেন কিং খানের পক্ষেই সম্ভব।
তিনি বলিউড বাদশা, মুম্বই শহরে বাদশার মতোই বাস করেন তিনি। জানা যায়, আরব সাগর তীরবর্তী শাহরুখ খানের ‘মন্নত’-এর দাম ২০০ কোটি টাকারও বেশি। এছাড়া নিজের হোমটাউন দিল্লিতেও শাহরুখের একটি সুন্দর বাড়ি রয়েছে। শাহরুখ গৌরীর বাসস্থান রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। রয়েছে BMW 6,7 সিরিজ ও অডি-র একাধিক গাড়ি।
প্রসঙ্গত, বক্স অফিসে শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ঝড় যেন থামতেই চাইছে না। শাহরুখের ‘পাঠান’ যেন লম্বা রেসের ঘোড়া। তাঁকে আটকায় কার সাধ্যি! একের পর এক মাইলস্টোন পার করে চলেছে শাহরুখের এই ছবি। জানা যাচ্ছে, মুক্তির ১৫ দিনের মাথায় দাঁড়িয়ে বিশ্বব্যাপী ‘পাঠান’-এর ৮৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ‘পাঠান’ পিছনে ফেলে দিয়েছে সলমন খানের ‘বজরঙ্গী ভাইজান’-কে। তবে বিশ্বব্যাপী ব্যবসায় পাঠানের থেকে এই মহূূর্তে এগিয়ে রয়েছে আমির খানের ‘দঙ্গল’। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন এই সপ্তাহের শেষে শাহরুখের এই ছবির ব্যবসা ৯০০ কোটি ছাড়াবে। প্রেক্ষাগৃহে যাত্রা শেষ করার আগে এই ছবির ব্যবসা বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা ছাড়াবে বলে মনে করা হচ্ছে।
এদিকে দেশের বাজারে পাঠানের ব্যবসা ১৪ দিনের মাথাতেই KGF-২-এর হিন্দি সংস্করণকে ছাপিয়ে গিয়েছিল। বুধবার এদিন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লেখেন, ‘আজ কেজিএফ ২ হিন্দি সংস্করণকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির খেতাব পাবে পাঠান। এখন প্রশ্ন হল বাহুবলি ২-এর রেকর্ড কি ভাঙতে পারবে এই ছবি?’
For all the latest entertainment News Click Here