ভারত একবারই ব্যাট করবে নাগপুরে, বললেন DK, তেলেবেগুনে জ্বলে উঠলেন মার্ক ওয়া
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টটি নাগপুরে চলছে। টেস্ট ম্যাচের প্রথম দিনে ম্যাচের চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। রোহিত অ্যান্ড কোম্পানি এখনও পর্যন্ত প্রক্রিয়াটি পরিচালনা করেছে। যদিও অস্ট্রেলিয়া দল একটি সাহসী প্রদর্শন তৈরি করবে বলে অনেকে আশা করেছিল। কিন্তু ম্যাচের ঘটনাটি ছিল ঠিক বিপরীত। এই পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড়রা নাগপুরের পিচকে ‘ডক্টরড’ বলে দাবি করেছিলেন। ক্যাঙ্গারুরা স্কোর বোর্ডে মাত্র ১৭৭ রান সংগ্রহ করে। যেখানে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছিলেন মার্নাস ল্যাবুশেন। তিনি এদিন ৪৯ রান করেছিলেন।
অজিদের ১৭৭ রানের জবাবে টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মার ওপেনিং জুটি একটি দারুণ শুরু করেছিল। ২২.৫ ওভারে ৬ রানের জুটি গড়েছিল রোহিত ও রাহুল। ৭১ বলে ২০ রান করে আউট হন কেএল রাহুল। তবে ৬৯ বলে ৫৬ রান করে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। তাঁর সঙ্গে সঙ্গ দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন… এটা মোটেও র্যাঙ্ক টার্নার নয়- নাগপুর পিচের সমালোচনাকে উড়িয়ে দিলেন রবীন্দ্র জাদেজা
তবে মাঠের মধ্যে ক্রিকেটারদের উত্তেজনাপূর্ণ ক্রিকেটের লড়াই দেখার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে ভক্তরা ভারত ও অস্ট্রেলিয়ার প্রাক্তন দুই তারকার কথার লড়াই উপভোগ করছেন। ক্রিকেট ভক্তরা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্ক ওয়া এবং ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের মধ্যে মাঠের বাইরে কিছু সংঘর্ষও প্রত্যক্ষ করেছেন। বর্ডার-গাভাসকর ট্রফির অফিসিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টস-এ ধারাভাষ্য দেওয়ার সময় দুজনের মধ্যে কিছুটা তর্ক হয়েছিল।
দীনেশ কার্তিক: ‘আমি মনে করি ভারত টেস্ট ম্যাচে মাত্র একবার ব্যাট করবে।’
মার্ক ওয়া: ‘আমরা সেটা দেখতেই পারব ডিকে। কী হয় সেটা দেখা যাবে।’
দীনেশ কার্তিক: ‘আমার কথাটা মার্ক করে রাখুন মার্ক।’
মার্ক ওয়া: ‘এখন কটা বাজে। তিনটে বেজে পাঁচ হয়েছে। আমি আমার ডায়েরিতে এটা লিখে রাখব। তিনি সঠিক হতেই পারেন। তবে এটা সহজ হবে না, এটা পার্কে হাঁটার মতো বিষয় নয়।’
দীনেশ কার্তিক: ‘তবে একই সময়ে, অজি ব্যাটারদের জন্য এটি করা খুব একটা কঠিন হবে না।’
আরও পড়ুন… Ranji Trophy SF: মায়াঙ্ক আগরওয়ালের ডাবল সেঞ্চুরিতে ভর করে সৌরাষ্ট্রের উপর চেপে বসেছে কর্ণাটক
মার্ক ওয়া: ‘আমি শুধু বলছি দুই দল ব্যাট না করা পর্যন্ত পিচ বিচার করবেন না। আসুন দেখি কীভাবে জিনিসগুলি উন্মোচিত হয়েছে। এটা একটা বড় সেশন, অস্ট্রেলিয়া ভারতকে ছেড়ে দেবে না। এই ভারতীয় টেস্ট ব্যাটাররা অস্ট্রেলীয়দের মতো ভালো নয়। আমি ৬০ এর গড় দুই ছেলে দেখতে পাচ্ছি না।’
দীনেশ কার্তিক: ‘আচ্ছা ভারতে সেখানে মাত্র একজন ছিল, গড় ৬০।’
মার্ক ওয়া: ‘রোহিত শর্মা ক্লাস প্লেয়ার, বিরাট কোহলি বিশ্বমানের, পূজারা দলের থর।’
ম্যাচের আগের দিনই, মার্কের আর এক ভাই এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া ট্রেভিস হেডকে আশ্চর্যজনকভাবে বাদ দেওয়ায় দল নির্বাচন নিয়ে বিস্ফোরণ ঘটান। স্টিভ ওয়া মনে করেন তার ব্যাটিং ছাড়াও স্পিন বোলিংয়ের ক্ষেত্রে একটি ভালো সংযোজন হতে পারতেন ট্রেভিস হেড। স্টিভ ওয়া বলেন, ‘বিশ্বাস করা কঠিন যে আমরা বিশ্বের চার নম্বর টেস্ট ব্যাটসম্যানকে বাদ দিতে পারি এবং সম্ভবত গত ১২ মাসে আমাদের সেরা ব্যাটসম্যান এবং তিনি গড় অফ স্পিনের চেয়ে ভালো বোলিং করেন। আসুন অপেক্ষা করুন এবং দেখুন- হয়তো অজি নির্বাচকরা অনেক বেশি প্রতিভাবান!’ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন স্টিভ ওয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here