ওঁর এত জ্বলছে কেন?- পাঠান-দঙ্গল বিতর্কে রনি স্ক্রুওয়ালাকে তুলোধনা শাহরুখ ভক্তদের
পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে। দেশ তো বটেই আন্তর্জাতিক মঞ্চেও ভারতীয় ছবি হিসেবে ব্যবসার নিরিখে দারুণ রেকর্ড গড়েছে এই ছবি। আর গোটা ব্যাপারটা নিয়ে বেশ উন্মাদনা, আলোচনাও দেখা যাচ্ছে পাঠান থুড়ি, শাহরুখ ভক্তদের মধ্যে। এবার প্রযোজক রনি স্ক্রুওয়ালা পাঠানের ব্যবসা নিয়ে এক অদ্ভুত দাবি করে বসেন। তিনি একটি টুইট করে বলেন যে এই ছবিটি নাকি কোনদিন বক্স অফিসে দঙ্গলের রেকর্ড ভাঙতে পারবে না। তবে পরে তিনি তাঁর এই টুইট ডিলিটও করে দেন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ যখন জানান যে এই ছবি ইতিমধ্যেই দঙ্গলের রেকর্ড ভেঙে ফেলেছে। এখন এটি কেজিএফ ২, বাহুবলী ২ -এর রেকর্ড ভাঙতে বসেছে।
এই বিষয়ে রনি লেখেন, ‘ফ্যাক্ট অনুযায়ী সঠিক থাকার জন্য বলছি, দঙ্গল গোটা পৃথিবী জুড়ে সেরা ব্যবসা করা বলিউড ছবি হয়েই থাকবে। কেবল মাত্র চিনেই এই ছবি ১২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল।’ তরণ এই টুইটে উত্তর দেন। তিনি লেখেন, ‘পাঠান কেজিএফ ২ হিন্দির রেকর্ড ভেঙে ফেলল বুধবার। আগামী দিনে বাহুবলী ২ -এর রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি।’ তারপর তিনি এই সপ্তাহে পাঠানের রোজগার বিস্তারিত ভাবে জানিয়ে লেখেন, ‘শুক্রবার ১৩.৫০ কোটি, শনিবার ২২.৫০ কোটি, রবিবার ২৭.৫০ কোটি, সোমবার ৮.২৫ কোটি, মঙ্গলবার ৭.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল।’ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এই ছবির মোট ব্যবসা ছিল ৪৩০.২৫ কোটি।
রনি স্ক্রুওয়ালা ভারতের অন্যতম জনপ্রিয় প্রযোজক। তিনি দর্শকদের উড়ি, চেন্নাই এক্সপ্রেস, ধামাকা, ইত্যাদি উপহার দিয়েছেন। ডিএনএর রিপোর্ট অনুযায়ী, টুইটটায় যে কেবল তরণ আদর্শ ভুল ধরিয়েছেন এমনটা নয়। শাহরুখ ভক্তরাও বেজায় ক্ষেপে গিয়েছেন। এক ব্যক্তি তাঁর এই পোস্টে কমেন্ট করেছিলেন, ‘ভারতের অন্যতম সেরা প্রযোজকদের মধ্যে একজন হয়েও ১৫ বছর বয়সী একটা বাচ্চার মতো তুলনা করলেন!’ আরেক ব্যক্তি লেখেন, ‘ ওঁর পাঠানের সাফল্য দেখে এতটা জ্বলছে কেন?’
গত ২৫ জানুয়ারি শাহরুখ খান অভিনীত পাঠান মুক্তি পেয়েছিল। এখানে মুখ্য ভূমিকায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে দেখা গিয়েছিল। ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাও ছিলেন এই ছবিতে।
For all the latest entertainment News Click Here