স্পিনের জাল কাটতে সূর্যে আস্থা, ফর্মে থাকা গিলের জায়গায় অভিষেক হতে পারে স্কাইয়ের
অপেক্ষা মাত্র আর কয়েক ঘণ্টার। তারপরেই বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে বিশ্ব টেস্ট ক্রিকেটের দুই শক্তিশালী দেশ। নাগপুর বিদর্ভ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অন্যতম ফ্যাক্টর হতে চলেছে পিচ। প্রত্যেকেই মনে করছেন এই ম্যাচে স্পিনাররা সাহায্য পাবে। সেই জন্য প্রস্তুত দুই দলই। অস্ট্রেলিয়া অশ্বিনের মোকাবিলা করার জন্য মহেশ পিথিয়ার সঙ্গে নেট প্র্যাকটিস করছে।
উইকেটে স্পিন হবে ধরে নিয়েই প্রস্তুত রয়েছে ভারতও। সূর্যকুমার যাদব ভালো স্পিন খেলতে পারেন বলে তাঁর টেস্ট ম্যাচে অভিষেক ঘটতে চলেছে। সূর্যকুমার স্পিনের বিরুদ্ধে সব রকম শট খেলতে পারেন। রিভার্স সুইপ এবং স্লগ সুইপ থেকে শুরু করে মাঠের চারিদিকে বিভিন্ন রকম শট খেলেন তিনি। তাই স্কাইকে এই টেস্টের জন্য প্রস্তুত রাখছে ভারত।
আরও পড়ুন: গিল ভালো কিন্তু সূর্য দেখিয়েছে কী করতে পারে-একাদশ নিয়ে মুখ খুললেন রোহিত
অন্যদিকে ভারতের লোকেশ রাহুলের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে এই ম্যাচে। নাগপুর ম্যাচে ব্যর্থ হলে অন্যান্য নাচে সুযোগ পাওয়া অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় দলের অন্যান্য ব্যাটারদের কাছে স্পিন খেলার নির্দিষ্ট কৌশল থাকলেও রাহুলও চেষ্টা চালাচ্ছেন রান করার। পূজারাও প্রস্তুত হয়ে রয়েছেন। শুভমন গিল পুরোপুরি এগিয়ে গিয়ে মারার চেষ্টা করেন ও স্লগ-সুইপ খেলেন। ঋষভ যদিও এই সিরিজে নেই তবে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন স্পিনের বিরুদ্ধে। তবে পন্ত না থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়বে ভারতীয় দল। তবে স্পিনের বিরুদ্ধে রাহুলের উপায় কী তা পুরোপুরি পরিষ্কার নয়।
আরও পড়ুন: খেলাতে ফোকাস করুন, পিচে নয়- অজি সাংবাদিকদের মুখ বন্ধ করে দিলেন রোহিত
তবে সূর্যকুমারের যে ভারতীয় টেস্ট দলে অভিষেক তা আন্দাজ পাওয়া গিয়েছে। সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। এবার লাল বলের ক্রিকেটে অভিষেক ঘটাতে চলেছেন তিনি। ফলে এটা পরিস্কার এতদিন সাদা বলের ক্রিকেটে স্কাইয়ের দাপট দেখা গিয়েছে। এবার টেস্টে স্কাইয়েক দাপট দেখা যাবে।
শুভমন গিলও ফর্মে আছেন। স্পিনের বিরুদ্ধে তাঁর খেলা নজর কেড়েছে সবার। আর অশ্বিন জানিয়েছেন, শুভমনকে বল করা বেশ কঠিন। তারা একে অপরের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। রাহুল যদি নাগপুরে ব্যর্থ হন এবং গিল সফল হন, তাহলে দ্বিতীয় টেস্টে ওপেন করার জন্য গিলের সম্ভাবনা আরও বেশি হবে। ফলে অতিরিক্ত ব্যাটার বা বোলার দলে থাকতে পারবে। ফলে এই ম্যাচে রাহুলের উপর অতিরিক্ত চাপ থাকবে।
For all the latest Sports News Click Here