Aaron Finch Retirement: বিদায় বেলায় ফিঞ্চের দুর্দান্ত সব নজিরে চোখ রাখুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অনেকদিন আগেই বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে। গত বছর অবসর নেন একদিনের ক্রিকেট থেকে। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলতেন শুধু টি-টোয়েন্টি ম্যাচ। এবার বিদায় জানালেন টি-টোয়েন্টি কেও। দেশের সব থেকে সফল টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন।
গত বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চারে জায়গা করে নিতে ব্যর্থ হয় ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। তারপর থেকেই অনেকটা প্রশ্ন চিহ্ন উঠে যায় তাঁর কেরিয়ার নিয়ে। তখনই তিনি জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন খুব তাড়াতাড়ি।
ক্রিকেট জীবনের শেষের দিকে সমস্যা তৈরি হলেও অনেক রেকর্ডের অধিকারী অ্যারন। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ খেলেছেন ২৫৪টি। রান করেছেন ৮৮০৪। সেঞ্চুরি রয়েছে ১৯টি। হাফ সেঞ্চুরি সংখ্যা ১৭২টি। ২০২০ সালের অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। ২০১৪ এবং ২০১৮ সালে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার নির্বাচিত হন অ্যারন। মাঝে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০২১ সালে টি-টোয়েন্টি কাপ জিতেছেন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার একদিনের দলের অধিনায়ক ছিলেন। অস্ট্রেলিয়ার দলের টি-টোয়েন্টির অধিনায়কত্বের ব্যাটন সামলেছেন দুই দফায়। প্রথমে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত। দ্বিতীয় দফায় অধিনায়কত্ব সামলেছেন ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত।
পরিসংখ্যান দেখলেই বোঝা যায় অজি দলের কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তিনি। একের পর এক ম্যাচ জেতাতে দলকে সাহায্য করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ১০৩ টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। টি-টোয়েন্টিতে করেছেন দুটি শতরান ও ১৯টি অর্ধশতরন। রান করেছেন ৩১২০। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে চলা বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তিনি খেলা চালিয়ে যাবেন তিনি। তবে ফিঞ্চের অবসরে অজি ক্রিকেটে একটা অধ্যায় শেষ হল বলা চলে।
বিদাল লগ্নে ফিঞ্চ বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে ১২ বছর ধরে খেলতে পেরেছি। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক যে হবে তাকে সময় দিতে হবে। নতুন ওপেনার প্রয়োজন দলে। তারও সময় প্রয়োজন। আগামী ১৮ মাসের মধ্যে গুছিয়ে নিতে হবে এই দলকে। আমার মনে হয় এটাই সেরা সময় সরে যাওয়ার।’
For all the latest Sports News Click Here