‘আদরের রূপম’, মঞ্চে একসঙ্গে গান, রাতে ‘রকস্টার’কে নিয়ে আবেগঘন পোস্ট অঞ্জনের
৩ তারিখ, ৩ ফেব্রুয়ারি মুক্তি পেল রিভলভার রহস্য। অঞ্জন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সুপ্রভাত দাস, অঞ্জন দত্ত এবং তনুশ্রী চক্রবর্তীকে। এছাড়া সুজন মুখোপাধ্যায়, চন্দন সেন, সুদীপা বসু, প্রমুখও আছেন। ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন অঞ্জন দত্ত খোদ। এই ছবিটির গল্প তাঁর লেখা উপন্যাস ড্যানি ডিটেকটিভ আইএনসি থেকে নেওয়া হয়েছে। এটি একটি গোয়েন্দা ছবি। বইমেলায় এই উপন্যাসের পরবর্তী ভাগ মুক্তি পেল।
ছবির প্রচার এবং একই সঙ্গে বই প্রকাশ দুটো মিলিয়ে অঞ্জন দত্তকে বইমেলায় দারুণ ব্যস্ততার মধ্যে দেখা যায় রবিবার। তাঁর এই বইয়ের প্রচার করতে আসেন রূপম ইসলাম। এদিন রূপম এসে তাঁর বই প্রমোট করেন। কথা বলেন তাঁর ছবি নিয়েও। তারপর রবিবার, ৫ ফেব্রুয়ারি রাতে অঞ্জন দত্ত তাঁর পছন্দের এই শিল্পীকে নিয়ে একটি পোস্ট করেন।
রূপমের প্রশংসা করে অঞ্জন দত্ত লেখেন, ‘সেদিন থেকে আজ তুমি অনেক অনেক অনেক বড় জায়গায় পৌঁছে গেছ কারণ তুমি বাংলা গানে একটা নতুন সাউন্ডস্কেপ এনেছ। বাংলা বেসিক গানের দাম বাড়িয়ে দিয়েছ। প্রফেশনাল শোয়ের মান বাড়িয়ে দিয়েছ তোমার টেকনিক্যাল স্ট্যান্ডার্ড দিয়ে। সেই সুবাদে আমার প্রফেশনাল শোয়ের দাম এবং সাউন্ড স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছি।’
একই সঙ্গে তিনি জানান রূপমকে ধন্যবাদ জানান তাঁর বই প্রমোট করার জন্য। গায়কের কথায়, ‘ এসব প্রফেশনালিজমকে তোয়াক্কা না করে, একটা কথায়, অনেক রাতে তুমি রাজি হয়ে গেলে আমার লেখা বই আর সেই গোয়েন্দাকে নিয়ে ফিল্ম নিয়ে কথা বলতে, বইমেলায় এসে আমার বই এবং সেই গপ্পের সিনেমাকে প্রমোট করতে, এটা আমার জীবনের অনেক, অনেক বড় পাওনা। কারণ জানো? কারণ আমরা শিল্পী। আমরা বাঙালি শিল্পী, তাই আমাদের মন বড্ডো বড়। তোমার মন। কারণ আমরা পরস্পরকে চ্যালেঞ্জ করতে পারি। আর চ্যালেঞ্জ করতে পারি বলেই আমরা পরস্পরের ক্ষমতাকে শ্রদ্ধা করি।’
রূপম অনুপ্রেরণা জোগান অঞ্জনকে? লেখক, তথা গায়ক, একাধিক অভিনেতা বা পরিচালক এমন কথাই জানালেন তাঁর পোস্টে। তিনি লেখেন, ‘ তুমি আজ আমার থেকে অনেক বেশি জনপ্রিয়। তবুও তুমি আশা করো আমি আমার মতো করে তোমাকেও আনন্দ দিতে পারবো। কে ভাবে তুমি বা তোমার গান আমাকে এখনও আনন্দ দেয়। এবং আমরা দুজনে এখনও, সব বয়সের তফাৎ, প্রজন্মকে ছাপিয়ে শ্রোতাদের আনন্দ দিতে পারি। আমার এই ৬৯ বছরে এসে এখনও তুমি আমাকে আশা দাও ভালো কিছু করতে।’ তিনি আরও লেখেন, ‘তুমি একজন রকস্টার।’
এভাবেই তিনি এদিন তাঁর লেখার মধ্যে দিয়ে অনুরাগীদের সঙ্গে তাঁর এবং রূপম ইসলামের সম্পর্কের কথা ভাগ করে নেন। রবিবার যে কেবল রূপম তাঁর বই বা ছবির প্রচার করেছিলেন এমনটাই নয়, তাঁদের একসঙ্গে গান গাইতে দেখা যায়। মঞ্চে অঞ্জন দত্ত, রূপম ইসলাম এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় একসঙ্গে তুমি আসবে বলে তাই গানটি গান। এবং নীল দত্ত গিটার বাজান।
For all the latest entertainment News Click Here