জল্পনাই সত্যি, নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে ২১ মাসের নির্বাসন কাটাচ্ছেন দীপা
দীপা কর্মকারকে একটি নিষিদ্ধ ড্র্যাগ ব্যবহারের জন্য নির্বাসিত করা হয়েছে দীপা কর্মকারকে। ২১ মাসের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে। ২০২৩-এর ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (ITA) শুক্রবার নিশ্চিত করেছে। দীপা কর্মকার ছিলেন প্রথম ভারতীয় জিমন্যাস্ট, যিনি ২০১৬ সালে রিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। এর পর থেকে বেশ কয়েকটি চোটের কারণে তাঁর ক্যারিয়ার গ্রাফটা নিম্নমুখী হয়ে যায়।
জানা গিয়েছে, দীপা কর্মকার হিগেনামাইন ব্যবহার করেছেন (ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি নিষিদ্ধ তালিকা অনুসারে S3. বিটা-2 অ্যাগোনিস্ট)। এবং এই রিপোর্ট তাঁর পজিটিভ এসেছে। ২০২১ সালের ১১ অক্টোবর ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিকের (এফআইজি) পক্ষ থেকে ইতিবাচক নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এফআইজি অ্যান্টি-ডোপিং রুলস (এফআইজি এডিআর, এবং ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং কোডের সমতুল্য বিধান) এর অনুচ্ছেদ ১০.৮.২-এর পরবর্তীতে একটি কেস নিষ্পত্তি চুক্তির মাধ্যমে মামলাটি সমাধান করা হয়েছিল। ২০২১ সালের ১১ অক্টোবর থেকে দীপার যাবতীয় ফলাফলকেই বাতিল করে দেওয়া হয়েছে।
দীপাই ভারতীয় জিমন্যাস্টিককে অন্য স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। রিও-তে তিনি প্রদুনোভা ভল্ট দিয়ে রিও অলিম্পিক্সে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সিমোনে বাইলস, মারিয়া পাসেকা এবং গিউলিয়া স্টিনরবারের মতো সেরা জিমন্যাস্টদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়াই করেছিলেন। এবং ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন।
দীপা গ্লাসগোতে ২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে পদক পেয়েছিলেন তিনি। তিনি এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। এবং 2015 ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেছিলেন।
For all the latest Sports News Click Here