জাতীয় দলের হয়ে সব কিছু অর্জন করেছি- অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
ফুটবল বিশ্বকাপ জেতার পর অবসর নেবেন না বলে জানিয়েছিলেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি। যদিও তিনি বলেছিলেন যে এটাই আমার শেষ বিশ্বকাপ। এদিকে তিনি এবার নিজের অবসরের ইঙ্গিত দিয়েছেন। মেসির মতে, তিনি তাঁর জীবনে সবকিছু অর্জন করেছেন এবং এটি শেষের সময়। যদিও তার পক্ষ থেকে খোলাখুলি কিছু বলা হয়নি, তবে মনে হচ্ছে শিগগিরই অবসরের ঘোষণা করে দিতে পারেন মেসি। গত বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে মেসির নেতৃত্বে শিরোপা জিতেছিল আর্জেন্তিনা।
আরও পড়ুন… Ind vs NZ T20I: হারলেও নিজের মতো খেলে হারব, হঠাৎ কেন এই কথা বললেন সিরিজ সেরা হার্দিক
আরবানপ্লে পডকাস্টে কথা বলতে গিয়ে আর্জেন্তিনার অধিনায়ক বলেছেন, ‘এটি শেষ করার সময় এবং এটি আমার ক্যারিয়ারেরও শেষ। জাতীয় দল নিয়ে যা স্বপ্ন দেখেছি, সবই পূরণ করেছি। আমি আমার ক্যারিয়ারে সবকিছু অর্জন করেছি। ব্যক্তিগতভাবে আমি আমার ক্যারিয়ারটা অন্যভাবে শেষ করতে চেয়েছিলাম।’ মেসি আরও বলেন, তিনি যখন খেলা শুরু করি, তখন তিনি ভাবেননি যে তাঁর জীবনে এত কিছু ঘটতে চলেছে। তিনি এখন কিছু চাইতে পারেন না এবং তাঁর কোন অভিযোগও নেই।
আরও পড়ুন… ভিডিয়ো: ম্যাচে সুযোগ না দিলেও এভাবেই হতাশ পৃথ্বীর মুখে হাসি ফোটালেন হার্দিক
উল্লেখযোগ্যভাবে, কাতার বিশ্বকাপ জেতার পর মেসি বলেছিলেন যে তিনি আগামী বিশ্বকাপ খেলতে আসবেন না। যদিও আর্জেন্তিনার কোচ বিশ্বকাপ জয়ের পর বলেছিলেন, জাতীয় দলের দরজা সব সময় মেসির জন্য খোলা থাকবে। উল্লেখ্য, আগামী ফুটবল বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। পরের বিশ্বকাপ ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। মেসি এখন কী সিদ্ধান্ত নেন সেটাই দেখতে হবে। তার তরফ থেকে অবসরের ঘোষণা আসেনি তবে সংকেত অবশ্যই এসেছে।
বিশ্বকাপ জয়ের মাসখানেকের মধ্যেই এক পডকাস্ট সাক্ষাৎকারে ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি ফুটবলার। লিওনেল মেসি বলেছেন, ‘আমার ফুটবলজীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যা আমি স্বপ্নে দেখতাম, জাতীয় দলের হয়ে তা সব কিছু অর্জন করেছি। অনবদ্য ভাবে আমার ফুটবলজীবন শেষ হতে চলেছে।’ তিনি আরও বলেছেন, ‘যখন শুরু করেছিলাম, কখনও কল্পনাও করিনি আমার জীবনে এ রকম কিছু ঘটতে চলেছে। আমার কোনও অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তার পরে বিশ্বকাপ। আমার আর কিছু বাকি নেই পাওয়ার।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here