লুকিয়ে লাভ হল না, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ, স্থান ফাঁস করে দিল পাপারাৎজিরা
মাঘ মাসে আবারও সানাই বাজল বলিউডে। এই ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি বিয়ে করতে চলেছেন যে! জয়সালমীরে বসছে কিয়ারা সিদ্ধার্থের বিয়ের আসর। শোনা যাচ্ছে আগামী ৪-৬ তারিখ এই বিয়ের অনুষ্ঠান চলবে। বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর অবশেষে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন। যদিও এখনও পর্যন্ত এই তারকা জুটি কেউই মুখ খোলেননি। যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা। কিন্তু তবুও ফাঁস হয়ে গেল তাঁদের বিয়ের ভেন্যু।
আথিয়া, কেএল রাহুলের বিয়ের রেশ কাটতে বা কাটতেই সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেল। ৬ তারিখ তাঁরা গাঁটছড়া বাঁধবেন বলেই শোনা যাচ্ছে। তার আগের দুদিন মেহেন্দি, সঙ্গীত, ইত্যাদি অনুষ্ঠিত হবে।
চলতি সপ্তাহের প্রথম দিকে কিয়ারাকে মণীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা যায়, কানাঘুষোয় শোনা যায় বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে আবার দিল্লিতে যেতে দেখা গিয়েছে। ফলে সব মিলিয়ে এটা স্পষ্ট বাইরে মুখে কুলুপ আঁটলেও ভিতর ভিতর জোরদার ভাবে চলছে বিয়ের প্রস্তুতি।
সূত্রের খবর অনুযায়ী সূর্যগড় হোটেলে আগামী ৪-৫ তারিখ এই বিবাহ বাসর বসবে। এই হোটেলটিকে দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট বলা হয়ে থাকে। এখানে ৮৩টা রুম আছে। দুটো বাগান সহ একটা বড় উঠোন আছে। ২০২১ সালে এমনই এক দুর্দান্ত ভিউয়ের হোটেলে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ।
তাঁদের নিকট বন্ধু এবং আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে। আপাতত সবটা মিলিয়ে এই বহু প্রতীক্ষিত বিয়ে দেখার জন্য সকলেই অপেক্ষা করছেন।
২০২০ সালে মুক্তি পায় সিদ্ধার্থ কিয়ারা অভিনীত শেরশাহ ছবিটি। এটি মহামারীর সময় অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল।
For all the latest entertainment News Click Here