‘উনি একজন ইমোশন…’ শাহরুখ প্রসঙ্গে ভরা মঞ্চে কী বললেন জন?
পাঠান মুক্তি পাওয়ার পর সোমবার, ৩০ জানুয়ারি এই ছবির মূল তিন অভিনেতা একসঙ্গে কোনও পাবলিক ইভেন্টে উপস্থিত ছিলেন। আর সেখানেই যেন প্রকারান্তরে জন আব্রাহাম তাঁর এবং শাহরুখ খানের যে ঠাণ্ডা যুদ্ধ চলছে এমন গুজব শোনা যাচ্ছিল সেটার উপর জল ঢেলে দিলেন। তিনি কিং খানকে ভারতের সব থেকে বড় অ্যাকশন হিরোর তকমা দিলেন। এবং মজা করে বললেন এই ছবিতে কিছু দৃশ্যে তিনি শাহরুখকে প্রায় ‘ চুমু খেয়ে ফেলতে যাচ্ছিলেন।
এই প্রথমবার কোনও ছবিতে শাহরুখ এবং জনকে মুখোমুখি লড়াই করতে দেখা গেল তাও আবার এভাবে! সেই প্রসঙ্গে এদিন অনেক অজানা কথা প্রকাশ্যে আনেন জন। তিনি কিং খানের সঙ্গে অভিনয় এবং এই ছবিতে কাজ করার বিষয়ে বলেন, ‘আমি স্টেজে দাঁড়িয়ে এটা বলতে চাই যে আমি আদিত্য চোপড়ার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাঠান হোক বা ধুম, উনি আমাকে যে চরিত্রগুলোর জন্য ভাবেন সেগুলো অনবদ্য। আমার পরিচালক আমার এবং গোটা টিমকে সবাই যেভাবে দেখছে সেটার জন্য দায়ী। তিনি না থাকলে এটা হতো না। আর সব থেকে বড় কথা এই ছবিতে আমি শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় উনি আর কেবল একজন অভিনেতা নেই। উনি এখন একটা ইমোশন হয়ে গেছেন। আর সেই কারণেই একাধিক দৃশ্যে আমি তাঁকে প্রায় চুমু খেয়ে ফেলতে যাচ্ছিলাম।’ এতদূর বলেই তিনি হাসতে থাকেন। এরপর তিনি আবার বলেন, ‘আমি দীপিকার সঙ্গে আগে কাজ করেছি, আর ওর সঙ্গে কাজ করা মানেই দারুণ একটা অভিজ্ঞতা। এই ছবির গানগুলোতে ভারতের সব থেকে সুন্দর পুরুষ এবং মহিলাকে দেখা গিয়েছে। ‘
শাহরুখ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি আগে ভাবতাম আমি বোধহয় অ্যাকশন হিরো। কিন্তু বর্তমানে এই দেশের সেরা অ্যাকশন হিরো হলেন শাহরুখ খান। তিনি একজন দারুণ অভিনেতা। আমার মনে আছে আমি ওঁকে বলছিলাম তুমি দেশের সম্পদ, আমি তোমায় আঘাত করতে পারি না। আমার জীবনে পাঠান সব থেকে বড় হিট হয়ে থাকবে আজীবন।’
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান। এখানে মুখ্য ভূমিকায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা গিয়েছে। এছাড়া ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাও আছেন। মাত্র পাঁচদিনে এই ছবি বক্স অফিসে ৫৪২ কোটি টাকা কামিয়েছে। অন্যদিকে ছয়দিন দেশে হিন্দি ভার্সনে ২৯৬ কোটি টাকার। ব্যবসা করেছে এই ছবি।
For all the latest entertainment News Click Here