নেইমারের গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে ড্র PSG-র
লিগ ওয়ান-এ ফের আটকে গেল পিএসজি। এগিয়ে গিয়েও ড্র করতে হল লিওনেল মেসিদের। পয়েন্ট টেবিলে ১১ নম্বরে থাকা রেইমসের বিরুদ্ধে ম্যাচের ফলাফল ১-১। আবার এই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। সব মিলিয়ে পিএসজির কাছে এই ম্যাচ খুব একটা সুখকর হল না।
খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না মেসি, নেইমারদের দল। গত ম্যাচে আটকে যাওয়ার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পুরোপুরি ভাবে মরিয়া ছিল তারা। সেই মতো এগোচ্ছিলেনও পিএসজির ফুটবলারেরা। কিন্তু ম্যাচের একেবারে শেষ প্রান্তে গিয়ে বদলে গেল ম্যাচের ফলাফল।
এদিন প্রথমার্ধে দুই দলই গোলের মুখ দেখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ঘুরে দাঁড়ায় পিএসজি। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ানোর ফলেই গোল করেন নেইমার। অবশ্য় প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও তা নষ্ট করে পিএসজি।
দ্বিতীয়ার্ধে নেইমার গোল করার পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কো ভেরাত্তি। ৫৯ মিনিটে মাঠ ছাড়েন তিনি। এরপর বাকি ম্যাচে ১০ জনে খেলতে হয় পিএসজিকে।
১০ জন হয়ে যাওয়ার পরেও লিড ধরে রাখেন নেইমাররা। বিপক্ষকে কোনও রকম সুযোগই দেননি তারা। কিন্তু একটা সময়ের পর ফলাফল কার্যত বদলে যায়। নির্ধারিত সময় পর্যন্তও ১ গোলে এগিয়ে থাকায় জয়ের গন্ধ পেতে শুরু করে পিএসজি। কিন্তু ইনজুরি টাইমে ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ৯৬ মিনিটের মাথায় গোল করে নিজেদের হার বাঁচান ফোলারিন বালোগুন। জয়ের মুখ থেকে ফিরে আসতে হয় নেইমারদের। শেষ মুহূর্তে এসে এমনটা হবে তা একেবারেই বুঝতে পারেনি গলতিয়ার শিবির।
জয়ের মুখ থেকে ফিরে আসার ফলে কিছুটা হলেও হতাশ পিএসজি। এই ম্যাচ ড্র হলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে গলতিয়ারের দল। ম্যাচ শেষে পিএসজি কোচ জানান, ‘মার্কো লাল কার্ড না দেখলে এই ফলাফল হত না। ও কার্ড দেখার ফলে আমাদের পরিকল্পনা সব বদলে যায়। তাও ছেলেরা গোলের লিড ধরে রাখে। কিন্তু একেবারে শেষে এসে এমনটা হবে তা আমরা কেউ কল্পনা করতে পারিনি। এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম।’
For all the latest Sports News Click Here