ফের বড়পর্দায় আসছেন একেন বাবু, ফেসবুকে কোন বার্তা দিলেন অনির্বাণ?
ফিরছে একেন বাবু, ওরফে একেন্দ্র সেন। ফের নতুন গল্প, ফের নতুন প্লট, ফের নতুন রহস্যের হাতছানি। এবার একেন বাবু রহস্য সমাধান করতে পাড়ি দিয়েছেন রাজস্থানে। সুজন দাশগুপ্তর গল্প অবলম্বনে আসছে দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান।
এবারের একেন বাবু আর ওয়েব দুনিয়ায় নয়, সোজা বড়পর্দায় আসছে বহুদিন পর। নাম ভূমিকায়? বাংলা এখন একেন বাবু বলতে যাঁকে বোঝেন সেই অনির্বাণ চক্রবর্তী। সঙ্গী? সোমক ঘোষ এবং সুহোত্র মুখোপাধ্যায়। সুহোত্রর চরিত্রের নাম বাপ্পাদিত্য ওরফে বাপি। অন্যদিকে সোমকের চরিত্রের নাম প্রমথ।
অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন এই ছবি আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে। এপ্রিল মানেই বাঙালির পয়লা বৈশাখ। আর সেই সময়ই আসছে এই ছবি। এবারের পয়লা বৈশাখ কাটবে একেন বাবুর সঙ্গে রহস্য সমাধান করেই।
ফেসবুকে দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থানের মোশন পোস্টার পোস্ট করেন অনির্বাণ চক্রবর্তী। পোস্টারে একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তীকে দেখা গিয়েছে একটি সবুজ রঙের পাঞ্জাবিতে। চেনা হাসিমুখে বাঙালির এই গোয়েন্দা ধরা দিয়েছেন। তাঁর দুই পাশে রয়েছেন তাঁর দুই সহচর। সোমক এবং সুহোত্র দুজনের পরনেই রয়েছে হলুদ রঙের পোশাক। একজন হলুদ রঙের সোয়েটার পরে আছেন, আরেকজন জ্যাকেট। পোস্টারের নেপথ্যে দেখা যাচ্ছে সোনার কেল্লা। সঙ্গে নেপথ্য সঙ্গীতে এই ছবির টাইটেল ট্র্যাক বাজতে শোনা যাচ্ছে এই পোস্টারে। অভিনেতা এই মোশন পোস্টার ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘আবার বড়পর্দায়। পয়লা বৈশাখে।’
এই ছবির পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে আছেন শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি।
কিছুদিন আগেই একেন বাবু স্রষ্টা সুজন দাশগুপ্ত চলে গেলেন। ১৮ জানুয়ারি কলকাতার ফ্ল্যাট থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। আগামী বইমেলায় তাঁর একটি নতুন বই প্রকাশ হতে চলেছে।
For all the latest entertainment News Click Here