পাপারাৎজ্জির তাড়ার চোটে হোঁচট খেলেন, খচে বোম হয়ে আঙুল তুলে বকাঝকা দিলেন রিয়া
ছবি শিকারীরা হামেশাই তাক করে থাকেন সেলিব্রিটিদের। জিম, রেস্তোরাঁ থেকে স্যালোঁর বাইরে পাপারাৎজ্জিরা সবসময়ই ক্লিক করছেন বলিউড তারকাদের। মুম্বইয়ে এক স্যালোঁ থেকে বেরোতে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আর সেখানেই বিপত্তি!
স্যালোঁর বাইরে পাপারাৎজ্জি পিছু নিয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। গাড়ি থেকে নেমে স্যালোঁতে ঢোকার মুখেই সিঁড়িতে উঠতে গিয়ে হোঁচট খান অভিনেত্রী। পড়তে পড়তে কোনও মতে বাঁচলেন তিনি। এক পাপারাৎজ্জোর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিনেত্রীকে দাঁড়িয়ে ছবি তোলার জন্য কোনও এক পাপারাৎজ্জো অনুরোধ করছেন ছবি তোলার জন্য। কিন্তু নিজের মতোই ছুটছিলেন অভিনেত্রী। আচমকাই হোঁচট খেয়ে ছন্দপতন।
এ দিন সাদা উলের সোয়েটার এবং কালো জিনস পরে ধরা দেন রিয়া। কাঁধে ঝুলছে ছোট্ট ব্যাগ। হোঁচট খেয়েই পাপারাৎজ্জিকে পালটা বকাঝকাও করেন অভিনেত্রী। আঙুল তুলে বকা দিয়ে বলেন, ‘তোমরা পিছু করলে তো এমনটাই হবে।’ এরপর ক্যামেরার পিছন থেকে পাপারাৎজ্জির কণ্ঠস্বরে ভেসে আসে ‘সরি’। নিজের মতো স্যালোঁর চলে যান অভিনেত্রী।
আরও পড়ুন: দীর্ঘ দিন পর মুখ্য চরিত্রে, ‘ইচ্ছে পুতুল’-এ হ্যান্ডসাম প্রফেসর হয়ে ধরা দিলেন মৈনাক
অন্যদিকে বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, নতুন করে প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী রিয়া। সীমা সাজদহের ভাই তথা প্রযোজক বান্টি সাজদেহর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, কাছের মানুষেরা জানেন রিয়া এবং বান্টির মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। তাঁরা একে অন্যের সঙ্গে সময় কাটাচ্ছেন, এবং ভালো আছেন। বিগত আড়াই বছর ধরে রিয়ার লড়াইয়ে তাঁর পাশে থেকেছেন বান্টি, তাঁকে মোরাল সাপোর্ট জুগিয়েছেন প্রকৃত বন্ধুর মতোই। যখন সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবে বারংবার নানান কুরুচিকর মন্তব্য থেকে আক্রমণের শিকার হতে হয়েছে রিয়াকে, বান্টি তাঁর সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত, বান্টি পেশায় কেবল প্রযোজক নন, তিনি করনেরস্টোন স্পোর্টস নামক একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও বটে। এই কোম্পানি রিয়া সহ একাধিক বলিউড স্টারের প্রোফাইল সামলায়। তবে শুধু যে বিনোদন জগৎ এমনটা নয়, ক্রিকেটের বহু রথি মহারথীর প্রোফাইল সামলায় এই কোম্পানি, যাঁদের মধ্যে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, প্রমুখ।
২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল রিয়ার। মাদক সরবরাহের অভিযোগে হাজতবাসও হয় তাঁর। বিগত দু’বছরে রিয়াকে ঘিরে থেকেছে নানা বিতর্ক। সুশান্ত সিং রাজপুতের ঘটনার জেরে এখনও আইনি জটিলতায় জর্জরিত ৩০ বছর বয়সী অভিনেত্রী। ধীরে ধীরে ছন্দে ফিরছেন রিয়া। শুরু করেছেন কাজ।
For all the latest entertainment News Click Here