অস্ট্রেলিয়ান ওপেনে আবারও নিষিদ্ধ হল রাশিয়া ও বেলারুশের পতাকা
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শুরুতেই নতুন বিতর্ক। দর্শকদের একাধিক স্ট্যান্ডে দেখা গিয়েছিল রাশিয়া এবং বেলারুশের পতাকা। যা নিয়ে পরবর্তী সময়ে বিতর্ক ছড়িয়েছে টুর্নামেন্টে। এরপরে মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের টুর্নামেন্টে রাশিয়া এবং বেলারুশের পতাকা নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত, মেলবোর্ন পার্কে ম্যাচের সময় পতাকা প্রদর্শন করা যেতে পারে। কিন্তু টেনিস অস্ট্রেলিয়া প্রায় এক বছর আগে শুরু হওয়া ইউক্রেনে আগ্রাসনের সঙ্গে জড়িত দুই দেশের জন্য সেই নীতিতে পরিবর্তন করেছিল। তারা বলেছিল অস্ট্রেলিয়া ওপেনে রাশিয়া এবং বেলারুশের পতাকা প্রদর্শন করা যাবে না।
আরও পড়ুন… SL W U19 vs BAN W U19: আফিয়া-শোর্ণার দুরন্ত অর্ধশতরান, অস্ট্রেলিয়ার পরে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
টেনিস অস্ট্রেলিয়া মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রাথমিক নীতি ছিল যে ভক্তরা (পতাকা) আনতে পারে কিন্তু বিঘ্ন ঘটাতে ব্যবহার করতে পারে না।’ তারা আরও বলেন, ‘গতকাল আমাদের একটি ঘটনা ঘটেছিল যেখানে কোর্টের পাশে একটি পতাকা লাগানো হয়েছিল। টেনিস উপভোগ করার জন্য এটি সম্ভাব্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় এবং আমাদের ভক্তদের সঙ্গে কাজ চালিয়ে যাব।’
ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের উইম্বলডন এবং বিলি জিন কিং কাপ এবং ডেভিস কাপের মতো দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারিতে বেলারুশের সহায়তায় রাশিয়া আক্রমণ করে। রাশিয়ান এবং বেলারুশিয়ান খেলোয়াড়দের অন্য তিনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ‘নিরপেক্ষ’ ক্রীড়াবিদ হিসেবে, তাই তাদের জাতীয়তা কোনও আনুষ্ঠানিক সময়সূচী বা ইভেন্টের ফলাফলে স্বীকার করা হয় না এবং তাদের দেশের পতাকা টিভি গ্রাফিক্সে প্রদর্শিত হয় না। এমন অবস্থায় অস্ট্রেলিয়ান ওপেনে এমন ঘটনা দেখে তড়িঘড়ি নিজেদের তরফ থেকে বিবৃতি দিয়েছে।
আরও পড়ুন… ৩৭ বছরেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন উথাপ্পা, সর্বাধিক রান করে এখন ILT20-এর গ্রিন বেল্টের মালিক রবিন
সোমবার প্রথম রাউন্ডে কোর্ট ১৪-এ ইউক্রেনের খেলোয়াড় কাতেরিনা বেন্ডলের ৭-৫, ৬-৭ (৮), ৬-১ রুশ খেলোয়াড় কামিলা রাখিমোভার বিরুদ্ধে জয়ী হয়। সেই ম্যাচের সময় একটি রাশিয়ান পতাকা প্রদর্শিত করা হয়েছিল। রড ল্যাভার অ্যারেনায় মার্কোস গিরনের বিরুদ্ধে ৬-০, ৬-১, ৬-২ জয়ের পর রাশিয়ান খেলোয়াড় ড্যানিল মেদভেদেভকে অটোগ্রাফ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরেই অস্ট্রেলিয়ান ওপেনের সাইট থেকে রাশিয়া, বেলারুশের পতাকা নিষিদ্ধ করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here