Critics Choice Award: ফের সেরা গান নাটু নাটু! সেরা বিদেশী ভাষার ছবি ঘোষিত হল RRR
সেরা গানের জন্য ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পাওয়ার পর, এসএস রাজামৌলির ব্লকবাস্টার তেলেগু ফিল্ম RRR ২৮তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে পেল বড় সম্মান। ছবিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ডান্স নম্বর ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিখানা। রবিবার (সোমবার ভারতে) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানটি হয়েছিল।
RRR-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ক্যাপশন সহ একটি ভিডিও শেয়ার করেছে। তাতে লেখা রয়েছে, ‘নাটু নাটু আবার!! শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমরা #RRR সিনেমার জন্য সেরা গানের সম্মান জিতেছি #CriticsChoiceAwards-এ। রইল @mmkeeravaani (এমএম কিরাবাণী)-এর স্বীকৃতি বক্তৃতা!’
ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জয়ের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘@RRRMovie-এর কলাকুশলীদের অনেক অভিনন্দন। সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক্স চয়েজ পুরস্কারের বিজয়ী হওয়ায়।#ক্রিটিকসচয়েস অ্যাওয়ার্ডস।’
নাটু নাটু সুরকার এমএম কিরাবাণীকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, ‘সকলকে অনেক ধন্যবাদ। আমি এই পুরস্কারটি পেয়ে সত্যিই অভিভূত। আমি এখানে সমালোচকদের থেকে এই দুর্দান্ত পুরস্কারটি গ্রহণ করতে এসেছি। এই গানের কোরিওগ্রাফার, লিরিক্স রাইটার, গায়কদের পক্ষ থেকে সকল সমালোচক, এবং আমার পরিচালকের তরফ থেকে সমালোচকদের অনেক ধন্যবাদ জানাই।’
দেখুন বিজয়ীদের তালিকা–
সেরা ছবি: এভরিথিং এভরিওয়ান অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার, দ্য হোয়েল
সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট, টার
সেরা পার্শ্ব অভিনেতা: কে হুয় কোয়ান, এভরিথিং এভরিভর অল অ্যাট ওয়ান্স
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার
সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী: গ্যাব্রিয়েল লাবেল, ফেবেলম্যানস
সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিভর অল অ্যাট ওয়ান্স
সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিওয়ান অল অ্যাট ওয়ান্স
সেরা অ্যাডাপডেট স্ক্রিনপ্লে: সারাহ পলি, ওমেন টকিং
সেরা সিনেমাটোগ্রাফি: ক্লাউডিও মিরান্ডা, টপ গান: ম্যাভেরিক
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্লোরেন্সিয়া মার্টিন, অ্যান্টনি কার্লিনো, ব্যাবিলন
সেরা সম্পাদনা: পল রজার্স, এভরিথিং এভরিওয়ান অল অ্যাট ওয়ান্স
সেরা কস্টিউম ডিজাইন: রুথ ই. কার্টার, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা চুল এবং মেকআপ: এলভিস
বিদেশী ভাষার সেরা ছবি: আরআরআর
সেরা কমেডি: গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি
সেরা অ্যানিমেটেড ফিল্ম: গুইলারমো দেল তোরো’স পিনোচিও
সেরা গান: নাটু নাটু, আরআরআর
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here