বড় সমস্যার সমাধান করেছেন সিরাজ, পুরস্কার বিতরণী মঞ্চে স্পষ্ট জানালেন কোহলি
রবিবার ওয়ান ডে কেরিয়ারে ৪৬ নম্বর শতরান করেছেন বিরাট কোহলি, ক্রিকেটপ্রেমীদের কাছে এই পরিসংখ্যান অজানা নয়। তবে কোহলি নিজেও জানতেন না, তিনি কতগুলি ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন এবং কতগুলি ওয়ান ডে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।
গ্রিনফিল্ডের পুরস্কার বিতরণী মঞ্চে বিরাট যখন ম্যাচ ও সিরিজের সেরা ক্রিকেটারের খেতাব হাতে সঞ্চালক মুরলি কার্তিকের সঙ্গে কথা বলছিলেন, স্পষ্ট স্বীকার করে নেন যে, এই পরিসংখ্যান নিয়ে তাঁর কোনও ধারণা নেই। কার্তিকই কোহলিকে জানান, তিনি এই নিয়ে ১০ বার সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন এবং ৩৮টি ওয়ান ডে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।
ব্যক্তিগত এই স্বীকৃতিকে কোহলি কীভাবে দেখেন, সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিরাট স্পষ্ট জানান যে, মাইলস্টোনের পিছনে দৌড়নোর কোনও তাগিদ নেই তাঁর। বরং যে মানসিকতা ও লক্ষ্য নিয়ে মাঠে নামেন তিনি, ব্যক্তিগত পুরস্কার তারই ফসল। বিরাট বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে খেলতে নামি, এটা তারই ফসল। দলকে সাহায্য করা এবং ভালো জায়গায় পৌঁছে দেওয়ার মাইন্ডসেট নিয়েই মাঠে নামি এবং সেটাই এর আসল কারণ।’
আরও পড়ুন:- IND vs SL: দুরন্ত শতরানে সচিনের ঘাড়ে নিঃশ্বাস কোহলির, ODI রানে জয়াবর্ধনেকে টপকে পাঁচে উঠলেন বিরাট
সঙ্গে কোহলি আরও যোগ করেন, ‘বিরতির পরে যে থেকে মাঠে ফিরেছি, খেলা উপভোগ করছি এবং মাইলস্টোনের পিছনে দৌড়নোর কোনও তাগিদ নেই আমার। আজ যেভাবে ব্যাট করেছি, তৃপ্ত। যতটা সম্ভব নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে চেয়েছিলাম এবং দলকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি এই মুহূর্তে একেবারে সঠিক পরিস্থিতিতে রয়েছি। আমি এটা চালিয়ে যেতে যাই এবং এতে সন্তুষ্ট।’
কোহলি নিজে দলের জয়ের ভিত গড়ে দিলেও বোলারদের অবদানকে অস্বীকার করলেন না। বরং বিশ্বকাপের আগে নতুন বলে শামি-সিরাজের পার্টনারশিপ ভারতীয় দলের পক্ষে ইতিবাচক লক্ষণ বলে জানালেন বিরাট।
আরও পড়ুন:- ১৫ জানুয়ারির সঙ্গে কোহলির মাখোমাখো সম্পর্ক, ব্যাট করতে নামলেই সেঞ্চুরি বাঁধা! দেখুন চমকপ্রদ পরিসংখ্যান
কোহলির কথায়, ‘শামি নতুন বলে বরাবর ভালো পারফর্ম করে। তবে যে থেকে সিরাজ এসেছে এবং পাওয়ার প্লে-তে উইকেট নিয়ে চলেছে, অসাধারণ। অতীতে এটা আমাদের একটা সমস্যা (পাওয়ার প্লে-তে উইকেট তুলতে না পারা) ছিল, যেটার সমাধান করেছে সিরাজ। বিশ্বকাপের বছরে এটা দলের জন্য অত্যন্ত ভালো লক্ষণ। বুমরাহ এসে যোগ দিলে পেস আক্রমণ আরও শক্তিশালী হবে।’
উল্লেখ্য, সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট ১৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি তিন ম্যাচের সিরিজে ২টি সেঞ্চুরি-সহ সাকুল্যে ২৮৩ রান সংগ্রহ করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here