Video: অবিশ্বাস্য ডেলিভারি রহস্য স্পিনার নারিনের, আউট হয়ে স্তম্ভিত উথাপ্পা
আইপিএলের মতো বিস্তর টাকা কামানোর সুযোগ নেই। তবে আইপিএলের পরে সব থেকে বেশি পারিশ্রমিকের হাতছানি রয়েছে বলেই আমিরশাহির নতুন টি-২০ লিগের প্রতি ক্রিকেটারদের আকর্ষণ ছিল বিস্তর। দীর্ঘ প্রতীক্ষার পরে শুক্রবার শুরু হয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০’র উদ্বোধনী মরশুম।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিছুটা একতরফাভাবে জয় তুলে নেয় দুবাই ক্যাপিটালস। তারা উদ্বোধনী ম্যাচে পরাজিত করে আবু ধাবি নাইট রাইডার্সকে। যদিও ম্যাচে ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জনের উপকরণ নিতান্ত কম ছিল না।
মারকাটারি ব্যাটিং, দুর্দান্ত সব চার-ছক্কা, অনবদ্য ফিল্ডিংয়ে পয়সা উসুল ক্রিকেট দেখা যায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তবে এত সবের মাঝেও আলাদা করে চোখ টেনে নেয় বিশেষ একটি ঘটনা, যা সহজে ভোলা মুশকিল।
আরও পড়ুন:- ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথমবার ODI সিরিজ হার, লজ্জার কি আর শেষ নেই পাকিস্তানের?
আসলে ম্যাচে যে ডেলিভারিতে রবিন উথাপ্পাকে বোল্ড করেন সুনীল নারিন, তাতেই বোঝা যায়, কেন তাঁকে রহস্য স্পিনার বলা হয়। এমনটা নয় যে, নারিনের বল অনেকটা ঘুরে বোকা বানায় ব্যাটসম্যানকে। বরং সিম-আপ ডেলিভারি হঠাৎ করে উলটো দিকে বাঁক নিয়ে ধাঁধায় ফেলে উথাপ্পাকে। কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় ব্যাটসম্যানকে।
উথাপ্পাকে রীতিমতো হতবাক দেখায় এমন ডেলিভারিতে আউট হয়ে। ১১.৬ ওভারে নারিনের সেই ডেলিভারিটিকে স্বপ্নের ডেলিভারি বলাও ভুল হবে না মোটেও। নারিন শেষমেশ ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। উথাপ্পা ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- BPL-এ ব্য়াটে-বলে সুপারহিট শাকিব, অল-রাউন্ডারের ফর্মে নিশ্চিন্ত হতে পারে KKR
দুবাই ক্যাপিটালস শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৭ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করেন। ২৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া জো রুট ২৬, ভানুকা রাজাপক্ষে ৯, সিকন্দর রাজা ২৬, ইউসুফ পাঠান ৬, রবি বোপারা ১২ ও ইসুরু উদানা ১১ রান করেন।
নাইট রাইডার্সের হয়ে রবি রামপাল ও আলি খান ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন আন্দ্রে রাসেল।
পালটা ব্যাট করতে নেমে আবু ধাবি নাইট রাইডার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। ৭৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে দুবাই। পল স্টার্লিং ৫৪ রান করেন। ১২ রান করেন রাসেল। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। মুজিব ও পাওয়েল ২টি করে উইকেট নেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here